যশোরে এক যুবককে অপহরণ পূর্বক মুক্তিপণ দাবি,গ্রেফতার-৩

0
315

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের খড়কী এমএম কলেজের দক্ষিণ গেটের একটি ছাত্রাবাস থেকে মেয়েলী ঘটনায় রিয়াজ হোসেন নামে এক যুবককে অপহরণ পুর্বক অজ্ঞাতস্থানে আটক রেখে দূবৃৃর্ত্তরা মুক্তিপণ ১লাখ টাকা ১লাখ ২০ হাজার টাকার গহনা চাঁদাদাবী সরুপ চেয়েছে। এ ঘটনায় পুলিশ অপহরণের সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের ফজলুর রহমানের ছেলে রাকিব হাসান শাওন,যশোর সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়ার মোবারক হোসেনের ছেলে মাইমুন হাসান ও শহরের পূর্ব বারান্দীপাড়ার এসএম আব্দুস সামাদের ছেলে এসএম হাসান ইমরান। অপহরণের ঘটনায় শিক্ষক চাচা বিল্লাল হোসেন বাদি হয়ে গ্রেফতারকৃত ৩জনসহ তাদের সহযোগী ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪জনের নামে মামলা দায়ের করেছেন।
মাগুরা জেলার শালিখা উপজেলার সাবলাট গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে শিক্ষক বিল্লাল হোসেন মঙ্গলবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ভাই আবুল হোসেন মোল্যার ছেলে রিয়াজ হোসেনের সাথে গত ৪ জানুয়ারী একই এলাকার তোরাপ মোল্যার মেয়ে খাদিজা খাতুনের বিয়ে হয়। খাদিজা খাতুনের মা সায়না বিয়ে মেনে না নেওয়ায় রিয়াজ হোসেন ও তার বাবার নামে বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। খাদিজা খাতুনকে আদালতের নির্দেশে যশোর আহসানিয়া মিশনের সেল্টার ভিকটিম সার্পোটে রাখা হয়। সোমবার ভাতিজা রিয়াজ হোসেন ও তার পিতা আবুল হোসেনের আদালতে হাজির থাকায় তারা সকাল ৮ টায় বাড়ি হতে বের হয়। সকাল ১০ টায় আদালতে উপস্থিত হয়। সেখান থেকে রিয়াজ হোসেন বেলা ১১ টায় খড়কী এমএম কলেজের দক্ষিণ গেটের আমজাদ ছাত্রাবাসে যান । সেখানে অবস্থানকালে গ্রেফতারকৃত তিন আসামী ছাড়াও তাদের সহযোগী পলাতক আসামী মাগুরা জেলার শালিখা উপজেলার সাবলাট গ্রামের মৃত ইমাম আলী শিকদারের ছেলে শরিফুল শিকদার, ইমারত মোল্যার ছেলে ফুল মিয়া মোল্যা,দোলন শিকদারের ছেলে মেছের শিকদার, তোরাপ মোল্যার স্ত্রী খাদিজার মাতা সায়না ও যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সিরাজুল ইসলামসহ অজ্ঞাতনামা ৩/৪জন অপরহণ পূর্বক অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রেখে। পরে রিয়াজ হোসেনের মোবাইল নাম্বার থেকে তার বাবার মোবাইল নাম্বারে ফোন দিয়ে মারপিটের কথা জানাতে বলে। রিয়াজ হোসেন সন্ত্রাসীদের কথা মতো তার বাবার মোবাইল ফোনে ফোন করে মুক্তিপণ হিসেবে ১লাখ টাকা একটি বিকাশ নাম্বার দিয়ে পাঠাতে বলে। সাথে ১লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের গহনা চাঁদা স্বরুপ দিতে বলে। রিয়াজ হোসেনকে মারপিট অবস্থায় ফোন করানোর ফলে রিয়াজ হোসেনের বাবা আবুল হোসেন,চাচা বিল্লাল হোসেন মুক্তিপণ হিসেবে টাকা দিতে রাজী হয়। এই সুযোগে তারা কোতয়ালি মডেল থানা পুলিশের স্মরনাপন্ন হন। কোতয়ালি মডেল থানার এসআই মাহমুদ হোসেনসহ একদল পুলিশ রিয়াজ হোসেন উদ্ধারের জন্য বিল্লাল হোসেনর সাথে মুক্তিপণ টাকা দেওয়ার জন্য রাত ১১ টায় নতুন উপশহর এফ ব্লকের অদূরে যশোর বোর্ড স্কুল এন্ড কলেজের মাঠে আসে। সেখানে নগদ টাকা লেনদেনের এক পর্যায় পুলিশ রিয়াজ হোসেনকে উদ্ধার করে। এসময় উক্ত তিনজনকে গ্রেফতার করে। বাকীরা দ্রুত পালিয়ে যায়। অপহরণকারীদের কবল থেকে উদ্ধারকৃত রিয়াজ হোসেনের জবানবন্দি গ্রহনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here