যশোরে পাঁচ লাখ যৌতুক দাবি করে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মামলা

0
326

বিশেষ প্রতিনিধি : যৌতুকের ৫লাখ টাকা দাবি করে গৃহবধূ নিলূফা ইয়াসমিন নিপাকে নির্যাতনের এক পর্যায় শ্বাসরোধ করে হত্যার চেষ্টা অভিযোগে কোতয়ালি মডেল থানায় স্বামী দেবর শ্বশুর শাশুরীসহ ৫জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার সিরাজ সিংঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে তানভীর হোসেন,দেবর জাহাঙ্গীর হেসেন,শাশুরী জুলেখা বিবি ও শ্বশুর আতিয়ার রহমান ও জহির সরদারের ছেলে আব্দুল হালিম।
যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর দফাদার পাড়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে নিলুফা ইয়াসমিন নিপা সোমবার বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, গত ২০১৬ সালের ১১ আগষ্ট তানভীর হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী তানভীর হোসেন তার কর্মস্থল নোয়াখালী জেলায় যান। এদিকে সেখান থেকে তানভীর হোসেন তার ভাই মা বাবার সহায়তায় স্ত্রীর নিপার কাছে ৫লাখ টাকা যৌতুক দাবি করে। নিপা তার মা বাবার অমতে বিয়ে করায় সে তার মা বাবার কাছে বিষয়টি বলতে না পেরে স্বামীর পরিবারের নির্যাতন মুখ বুঝে সহ্য করতে থাকে। গত ১ এপ্রিল সকাল ৭ টার পর স্বামী তানভীর হোসেন তার ভাই ও মা বাবার প্ররোচনায় স্ত্রী নিলুফা ইয়াসমিন নিপার কাছে ৫লাখ যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার উপর নেমে আসে নির্যাতন। নিপার চুলের মুঠো ও গলায় শ্বাসরোধ করে হত্যার চেস্টা চালানো হয়। নিপা বিষয়টি পাশের বাড়ির লোকের মাধ্যমে তার মা বাবার কাছে জানালে তারা এসে উদ্ধার পূর্বক নিপাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here