যশোরে বিকাশ এজেন্টের টাকা না দিয়ে পালিয়ে যাবার কালে আটক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা

0
377

বিশেষ প্রতিনিধি : বিকাশ এজেন্ট আবুল কালাম আজাদের কাছ থেকে স্ত্রীর মোবাইলে ৫ হাজার ১শ’ টাকা বিকাশ করে টাকা নিয়ে পালাবার কালে জনগণের হাতে আটককৃত পুলিশ কনস্টেবল মানিক খানের বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ সময় পুলিশের দখল হতে একটি ওয়াকিটকি ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। যশোর সদর উপজেলার মুরাদগড় গামের মৃত ফজলে করিম মন্ডলের ছেলে আবুল কালাম আজাদের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মঙ্গলবার সকালে পুলিশ কনস্টেবল মানিক খানের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড আইনে মামলা রুজু করা হয়েছে। সে যশোর সদর উপজেলার নূরপুর দক্ষিণ উত্তর পাড়ার মৃত গোলাম নবী খানের ছেলে। মানিক খান কুষ্টিয় জেলায় কর্মরত। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মানিক খানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। উল্লেখ্য,গত সোমবার ১৬ এপ্রিল সকালে পুলিশ কনস্টেবল মানিক খান মুরাদগড় গ্রামের মান্দারতলা বাজারে ফজলে করিম এন্টারপ্রাইজ নামক মুদী ও ফ্লেক্সি লোড এবং বিকাশ এজেন্ট আবুল কালাম আজাদের কাছে গিয়ে তার স্ত্রীর মোবাইল নাম্বারে ৫হাজার ১শ’ টাকা বিকাশ করে। পরে টাকা না দিয়ে কৌশলে পালিয়ে আসার সময় সাতমাইল বাজারের লোকজন মানিক খানকে তার ব্যবহৃত মোটর সাইকেল ও সাথে থাকা ওয়াকিটকিসহ আটক করে। পরে থানা পুলিশে সোপর্দ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here