যশোর ঝিকরগাছার গদখালীতে অন্ডকোষ চেপে দেবর খুনের ঘটনায় চারজনের বিরুদ্ধে সিআইডি’র অভিযোগ পত্র দাখিল

0
424

এম আর রকি : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী পটুয়া পাড়া গ্রামে অন্ডকোষ চেপে মতিয়ার রহমানকে হত্যার ঘটনায় আপন ভাই ভাবী ও তার দুই ছেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের তদন্তে থাকা যশোর সিআইডি পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন অভিযোগপত্র আদালতে দাখিল করেন। অভিযোগ পত্র নং ৬২ তারিখঃ ৩১/৩/১৮ ইং ঝিকরগাছা থানার মামলা নং ১৯ তারিখঃ ১৯/৯/১৭ ইং ধারা ৩০২/৩৪ পেনাল কোড। আসামীরা হচ্ছে,ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নিহত মতিয়ার রহমানের আপন ভাই আবুল হোসেন,আবুল হোসেনের স্ত্রী মোছাঃ রাহাতুন খাতুন,তাদের ছেলে শাহীন হোসেন ও মহাসীন হোসেন।
মামলা বিবারণে জানাগেছে,নিহত মতিয়ার রহমানের স্ত্রী মরিয়ম বেগম গত বছর ১৯ সেপ্টেম্বর সকালে ঝিকরগাছা থানায় হাজির হয়ে তার স্বামীর বড় ভাই আবুল হোসেন,তার স্ত্রী মোছাঃ রাহাতুন বেগম ও তাদের ছেলে শাহীন হোসেন ও মহাসীন হোনের বিরুদ্ধে এজাহার দায়ের করে বলেন, গত বছর ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ টায় উক্ত আসামীরা মরিয়ম বেগমের বাড়ির উঠানে এসে তার স্বামী মতিয়ার রহমানকে উদ্দেশ্যে করে গালিগালাজ করে। মতিয়ার রহমান ঘর হতে বের হয়ে আসামীদের গালিগালাজ করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা মতিয়ার রহমানকে মারপিট শুরু করে। স্বামীকে রক্ষার করতে স্ত্রী মরিয়ম বেগম এগিয়ে আসলে তাকে মারপিট শুরু করে ফোল জখম করে। এদিকে স্বামীকে আবুল হোসেন, শাহীন হোসেন ও মহাসীন হোসেন হাত পা চেপে ধরে। আবুল হোসেনের স্ত্রী রাহাতুন খাতুন মতিয়ার রহমানের অন্ডকোষ চেপে হত্যা করে ছেড়ে দেয়। এ ঘটনায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মামলাটি তদন্তর দায়িত্ব দেন ওই থানায় কর্মরত এসআই আমিরুজ্জামান মোল্লার উপর। আমিরুজ্জামান মতিয়ার রহমানের লাশের সুরোতহাল রিপোর্ট প্রস্তুতসহ ময়না তদন্ত সম্পন্নর ব্যবস্থা গ্রহন করেন। হত্যা কান্ডের ঘটনায় ঝিকরগাছা থানায় ৩২৩/৩০২/৩৪ পেনাল কোড আইনে আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে। মামলার তদন্তকারী কর্মকর্তা নিহত মতিয়ার রহমানের বড় ভাই আবুল হোসেনকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করে। বাকী আসামীরা আতালতে আত্মসমর্পন করে। মামলাটি যশোর সিআইডিতে যাওয়ায় সিআইডি যশোর জোনে কর্মরত পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন মামলাটি তদন্ত কার্যক্রম সম্পন্ন করে যারা জড়িত তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। অত্র মামলায় ১৩জনকে স্বাক্ষী ও আলামত হিসেবে নিহত মতিয়ার রহমানের পরণের চেক লুঙ্গির অংশ বিশেষ জব্দ করে আদালতে উপস্থাপনের ব্যবস্থা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here