হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন, আওয়ামীলীগের প্রার্থী মাষ্টার জহুরুল ইসলাম , বিএনপির গাজী আব্দুস সাত্তার

0
455

উত্তম চক্তবর্তী : মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা৷ সোমবার মনোনয়ন সংগ্রহের শেষ দিনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন৷ প্রার্থীরা হলেন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জহুরুল ইসলাম (আওয়ামী লীগ), ইউনিয়ন বিএনপির সভাপতি বর্তমান চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার (বিএনপি), শাহাদাৎ হোসেন (জাতীয় পার্টি), তৈয়েবুর রহমান (ইসলামী আন্দোলন) ও স্বতন্ত্র প্রার্থী আবু বকর৷
নির্বাচনে সাধারণ সদস্য (মহিলা) পদে সংরক্ষিত তিনটি ওয়ার্ডে নয় জন মনোনয়ন সংগ্রহ করেছেন৷ প্রার্থীরা হলেন, এক নম্বর ওয়ার্ডে রহিমা বেগম ও মেহেরুন নেছা, দুই নম্বর ওয়ার্ডে কহিনুর বেগম, রেশমা খাতুন, পারভীনা বেগম ও জোহোরা বেগম, তিন নম্বর ওয়ার্ডে ঝর্ণা খাতুন ও হাসিনা বেগম৷
এছাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ২৯ জন পুরুষ সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেছেন৷
চলতি মাসের পাঁচ তারিখে নির্বাচন কমিশন হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন৷ আগামী ১৫ মে ইউনিয়নটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷
উপজেলা নির্বাচন অফিসার ও হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন৷
সহিদুর রহমান বলেন, আগামী ১৯ এপ্রিল বেলা ১১ টায় মনোনয়ন যাচাই বাছাই করা হবে৷ প্রার্থীরা ২৬ তারিখের মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন৷ ২৭ তারিখে প্রার্থীরা প্রতীক বরাদ্ধ পাবেন এবং আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে৷
প্রসঙ্গত, মামলা সংক্রান্ত জটিলতায় হরিহরনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুস সাত্তার নির্বাচিত হওয়ার দুই বছর পর শপথ গ্রহণ করেন৷ ফলে উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই বছর পর ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here