যশোরে এবার ডিবিবিএল মোবাইল ব্যাংকিং রকেট একাউন্টের প্রতারকের কবলে পুলিশ কনস্টেবল ৭৯ হাজার খুইয়েছেন !

0
616


এম আর রকি : এবার যশোরে পুলিশের এক সদস্যর কাছে ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে রকেট একাউন্ট আপডেট করার দোহায় দিয়ে কৌশলে পিন নাম্বার নিয়ে চারদিন ধরে বিভিন্ন ভাবে ৭৯ হাজার টাকা উত্তোলন করে নিয়েছে। এ ঘটনায় উক্ত পুলিশ সদস্য সোমবার যশোর কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। তিনি এজাহারে ডিবিবিএলের কর্মকর্তারা জড়িত বলে উল্লেখ করেছেন।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মৃত শেখ আব্দুর রহমানের ছেলে আব্দুল মোতালেব যশোর সদর ট্রাফিকে কর্মরত। তার কনস্টেবল নং ৪৭৭। তিনি কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, ডাচ্ বাংলা ব্যাংকের সেলারী একাউন্ট আছে। তার পাশাপাশি রকেট মোবাইল ব্যাংকিং চালু রয়েছেন। গত ১১ মার্চ সকাল ১০ টা ১০ মিনিটে তার মোবাইল নাম্বারে ফোন করে একজন ব্যক্তি নিজেকে ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে জানান র্দীঘদিন যাবত মোবাইল ব্যাংকিং রকেট একাউন্ট আপডেট করেননি বলে জানান। আপটেড না করলে আগামী ৩ মাসের মধ্যে এই মোবাইল একাউন্ট বন্ধ করে দেওয়া হবে। মোবাইল ব্যাংকিং রকেট একাউন্ট আপডেট করতে করতে হলে তাকে পিন নাম্বার বলতে হবে। উক্ত প্রতারকের খপ্পরে পড়ে তিনি বিশ^াস করে উক্ত প্রতারকের কথা মতো তার মোবাইল ব্যাংকিং রকেট একাউন্টের পিন নাম্বার দেন। পিন নাম্বার দেওয়ার কিছুক্ষণ পরে তার মোবাইল নাম্বারে মেসেজ আসেন ১০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এর পর পর্যায়ক্রমে অন্যান্য নাম্বার থেকে ১ হাজার টাকা করে ৪ হাজার টাকা উত্তোলনের মেসেজ আসেন তার মোবাইল নাম্বারে। তিনি বিষয়টি বেনাপোল শাখা ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অফিসে গিয়ে বিষয়টি জানিয়ে তার মোবাইল ব্যাংকিং একাউন্ট বন্ধ করে দেন। এরপর তিনি নাভারণ শাখা ডিবিবিএল মোবাইল ব্যাংকিং শাখায় যোগাযোগ করে তার সেলারী একাউন্ট,এটিএম কার্ড পিন নাম্বার ও মোবাইল ব্যাংকিং রকেট একাউন্ট পিন নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বার চালু করেন। এরপরও ১৪ মার্চ তার মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ডের মাধ্যমে ৫ বার ৫হাজার টাকা ১৭ হাজার ৯শ’ টাকা, ৪৬ হাজার ৮শ’ টাকাসহ ৭৮ হাজার ৭শ’ টাকা উত্তোলন করে নেয়। এ ব্যাপারে তিনি ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের কর্মকর্তাদের যোগসাজস রয়েছে বলে দায়েরকৃত এজাহারে উল্লেখ করেছেন। অপরদিকে, খোঁজ নিয়ে জানাগেছে,গত কয়েক মাস যাবত কোতয়ালি মডেল থানায় বিভিন্ন এজেন্ট,গ্রাহক এ ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকা খুইয়েছে বলে সাধারণ ডাইরীভূক্ত করা হয়েছে। পুলিশ এ যাবত এই চক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here