যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ

0
459


বিশেষ প্রতিনিধি : ফারজানা ইয়াসমিন ডলি (৪০) নামে এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার ভোররাতে শহরের পূর্ববারান্দীপাড়া বটতলায় ডলি আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ডলি একই এলাকার মকবুল হোসেনের মেয়ে এবং রাজধানীর মধ্য বাড্ডার রাজিবুল হাসান বাবুর স্ত্রী।
পিতা মকবুল হোসেন বলেন, প্রায় ২৫ বছর আগে ফারজানা ইয়াসমিন ডলির সাথে রাজিবুল হাসান বাবুর বিয়ে হয়। বিয়ের পর বাবু’র ঔরষে ডলির গর্ভে তিশা, ঐশী ও পুশ্চিতা নামে তিনটি মেয়ে জন্ম গ্রহন করেন। মেয়েরা বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে লেখাপড়া করে। রাজিবুল হাসান বাবু’র চরিত্র ভালো না। তার একাধিক পরকীয়া রয়েছে। এ নিয়ে বহুবার স্ত্রী ডলি স্বামী বাবুকে প্রতিবাদ করেও কোনো ফল পায়নি। এক পর্যায় মেয়ে ডলিকে তার স্বামী বাবু গত শুক্রবার বাড়ি থেকে বের করে দিলে সে ঢাকা থেকে যশোরে চলে আসে। নিহতের মা শামছুন্নাহার সাংবাদিকদের বলেন, নাতনি ঐশি আর তিশা বলেছিল, নানু মাকে চোখে চোখে রেখ। মা কিন্তু মরবে। নিহতের ভাই মনির হোসেন খান সাংবাদিকদের বলেন, আমার ভগ্নিপতি বাবুর সাথে যশোরের একজন কাপড় ব্যবসায়ীর স্ত্রী ও একজন ভিআইপি কলগার্লের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে। এই দুই মহিলা ঢাকায় বসবাস করে। এছাড়া আগেও খুলনা, ঝিনাইদহ, চিটাগাংয়ের তিনজন মহিলার সাথে বাবুর পরকীয়া ছিল। এই নিয়ে বোন ডলির সাথে বাবুর দাম্পত্য বিরোধ লেগেই থাকতো। বোন ডলি তার তিন মেয়ের কথা চিন্তা করে সব কিছু এতদিন নীরবে সহ্য করে এসেছে। সর্বশেষ গত শুক্রবার সকালে বাবু তার বাসা ঢাকার বাড্ডা থেকে ডলিকে বের করে দেয়। ডলি আমাদের বাসায় চলে আসে। এ ঘটনা নিয়ে গতরাতে ডলি এবং বাবুর মধ্যে দীর্ঘক্ষণ ঝঁগড়া হয়। বাবু মোবাইল ফোনে ডলিকে মরতে বলে। ভোররাতে ডলি কাউকে কোনো কিছু বুঝে উঠতে না দিয়ে বাসার ভেন্টিলেটরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ফজরের আজানের পরে আমরা টের পাই। যশোর কোতয়ালী থানার এসআই মোকলেছুুজ্জামান সাংবাদিকদের বলেন, এটা আত্মহত্যা না কি আত্মহত্যার প্ররোচনায় হত্যা, এই দুটি বিষয় মাথায় নিয়ে তদন্ত করে দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here