যশোরে এবার হোটেল মালিক কর্তৃক নারী শ্রমিক ধর্ষনের অভিযোগে মামলা ধর্ষক গ্রেফতার

0
322

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের ঘোপ জেল রোডে হোটেল মালিক কর্তৃক নারী শ্রমিক ধর্ষনের শিকারের অভিযোগে হোটেল মালিক সোহরাব হোসেনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দম আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ধর্ষিতা হোটেল নারী শ্রমিক।
যশোর শহরের পুনাক মার্কেটস্থ দড়াটানা নামক হোটেলের ধর্ষিতা নারী শ্রমিক বাদী হয়ে এজাহারে বলেছেন, দড়াটানা হোটেলে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেন। ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৬ টার পর কাজে আসেন। এরপর এক সহকর্মীর কথামত সবজি কাটতে হোটেল মালিকের কক্ষে সবজি আনতে তার কক্ষে যান। সেখানে গেলেই হোটেল মালিক সোহরাব হোসেন নারী শ্রমিককে জোর পূর্বে ধরে কক্ষের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। তিনি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। তার হাত থেকে রক্ষা পেতে ছোটাছুটি করার সময় দরজায় আঘাত লেগে তার ডানহাত রক্তাক্ত হয়। পরে তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যান। সন্ধ্যায় স্বামী বাড়িতে ফিরলে তাকে ঘটনার বিস্তারিত জানান। এরপর তারা হোটেল শ্রমিক নেতাদের বিষয়টি অবহিত করে থানায় অভিযোগ দেন।
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক কৃষ্ণা বিশ্বাস জানান, জরুরি অর্ডার আছে জানিয়ে হোটেল মালিক সোহরাব ওই নারী শ্রমিককে সকালে ডেকে ধর্ষণ করেছে। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ইনসপেক্টর (অপারেশন) আহসান উল্লাহ চৌধুরী বলেন, অভিযোগ পেয়ে হোটেল মালিক সোহরাবকে রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।