যশোর সদরের নরেন্দ্রপুরে ছাত্রলীগ কর্মী জনি খুনের ঘটনায় মামলা

0
321

বিশেষ প্রতিনিধি : যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগের কর্মী জনি (২২) খুনের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকা সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের তারোপাড়ার আমতলায় এই খুনের ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতা জনি (২২) ওই গ্রামের সিরাজের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জনি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। সে দীর্ঘদিন ধরে মাটি-বালু ব্যবসা করে আসছিল। সম্প্রতি এলাকার একটি পুকুরে বালু ক্রয় করা নিয়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহিন আলমের সাথে দ্বন্দ্ব শুরু হয়। সোমবার রাতে জনি আমতলা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন অজ্ঞাত পরিচয়ে লোকজন এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে জনির দেহ এবং শাহিনের মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে কোতয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে। জনির লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতর পরিবারের পক্ষ থেকে কোতয়ালি মডেল থানায় আসামীদের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডের জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করেছে বলে জানাগেছে। তবে তাদের নাম পুলিশ জানাননি।