যশোরে ওয়ারেন্টের আসামী গ্রেফতার, অতঃপর !

0
356

এম আর রকি যশোর : আদালতের গ্রেফতারী পরোয়ানাকে পুঁজি করে কতিপয় পুলিশ কর্তা ও সদস্যরা অবাধে বাণিজ্য করলেও ধরা পড়েনা কখনও। শুক্রবার ১৯ এপ্রিল পুলিশের হাতে এক এসটিসি মামলার গ্রেফতারী পরোয়ানা আসামী আব্দুর রহমান গ্রেফতার হওয়ার পর ফাঁস করে দেয় অর্থ দেওয়ার বিষয়টি। আব্দুর রহমান পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর সে পুলিশ কনস্টেবল নওশের আলীর নাম বলে এ যাবত অবৈধ অর্থ দেওয়ার কথা ফাঁস করে দেয়। বিষয়টি কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসানের কান পর্যন্ত গড়ায়। কনস্টেবল নওশের আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে,শুক্রবার ১৯ এপ্রিল কোতয়ালি মডেল থানার এএসআই মোল্লা শফিকুজ্জামান গোপন সূত্রে শহর থেকে আব্দুর রহমান নামে এক যুবককে এসটিসি ৬৩৪/০৯ ওয়ারেন্টের বুনিয়াদে গ্রেফতার করে। সে শহরের চাঁচড়া রায়পাড়ার মোজাম্মেলের ছেলে। আব্দুর রহমান গ্রেফতার হওয়ার পর এ যাবত পুলিশ কনস্টেবল নওশের আলীকে ওয়ারেন্ট বাবদ টাকা দেওয়ার বিষয়টি ফাঁস করে দেয়। গ্রেফতার হওয়ার পর আব্দুর রহমান মোবাইলে নওশের আলীর মোবাইল নাম্বারে ফোন করে বলে বাপ টাকা কোথায় দিতে হবে। নওশের আলী উত্তরে জানান,বিকাশের মাধ্যমে টাকা পাঠাও। এই বলে নওশের কেটে দেয়। গ্রেফতার হওয়ার আব্দুর রহমান কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসানসহ অন্যান্য কর্মকর্তাদের সামনে জানান,নওশের আলী ইতিপূর্বে উক্ত ওয়ারেন্টের বুনিয়াদে তাকে গ্রেফতার করলে আব্দুর রহমানের কাছে টাকা নিয়ে ছেড়ে দেয়। সে আব্দুর রহমানকে জানান, এই ওয়ারেন্ট আব্দুর রহমানকে মৃত দেখাতে পারবে। তার জন্য তাকে মোটা অংকের উৎকোচ দিতে হবে। আব্দুর রহমান নওশের আলীর প্রস্তাবে রাজী হয়ে যায়। সে প্রতিমাসে ও নওশের আলীর চাহিদা মোতাবেক অর্থ প্রদান করেন। এ যাবত নওশের আলীকে ৩০ থেকে ৩৫ হাজার উৎকোচ দিয়েছে নগদ ও বিকাশের মাধ্যমে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল নওশের আলীর কাছে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান, আব্দুর রহমান তাকে ফাঁসিয়ে দিয়েছে। সে আব্দুর রহমানের কাছ থেকে টাকা পয়সা নেয়নি। ইতিপূর্বে আব্দুর রহমানকে তিনি ওয়ারেন্টের বুনিয়াদে গ্রেফতার করলে সে জাতীয় পরিচয় পত্রে বাবার নামের সাথে মিল না থাকার কারণে তাকে ছেড়ে দেয়। সেইদিন ছেড়ে দেওয়ার কারণে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে নওশের দাবি করেন। নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছেন,ইতিপূর্বে কোতয়ালি মডেল থানাসহ জেলায় কর্মরত কতিপয় অর্থলোভী পুলিশ কর্মকর্তাদ্বয় আদালতের ওয়ারেন্টের বুনিয়াদে গ্রেফতার করলেও টাকার বিনিময়ে ছেড়ে দেয়। সর্বশেষ খবর অনুযায়ী জানাগেছে,নওশের আলীকে থানা থেকে বদলী করার ব্যবস্থা গ্রহন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here