যশোরে কখন কোন মসজিদে ঈদের জামাত

0
346

নিজস্ব প্রতিবেদক : যশোরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট মসজিদে সকাল ৮টায়। সেই সাথে একই মসজিদে সকাল ৯টায় ও ১০টায় আরো দুটি জামাত অনুষ্ঠিত হবে ।

এছাড়া উপশহর এ,বি,ডি ব্লকে ঈদের জামাত সকাল ৭টায় ও ৮টায়, খাজুরা বাসস্ট্যান্ড জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়,জজকোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও ৮টা ১০ মিনিটে, চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল ৮টা ও ৯টায়, বেজপাড়া তালতলা মসজিদে সকাল সাড়ে ৭টায়, ওয়াপদা কলোনী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়,সকাল সাড়ে ৮টায়, পিটিআই জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে, নাজির শংকরপুর বটতলা জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও ৮টা, আশ্রম রোডের বায়তুল মামুর জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায়, রেল রোড আল মসজিদুল আকসায় সকাল ৮টায়, বায়তুল মুকাদ্দিস জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও ৮টায়, শংকরপুর গোলপাতা শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, ৮টায় ও সাড়ে ৮টায়, রেজিস্ট্রি অফিস জামে মসজিদে সকাল সাড়ে সকাল ৭টায়, সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৭টায়, বারান্দিপাড়া ২নম্বর কলোনী জামে মসজিদে সকাল ৮টায়, রেলগেট জামে মসজিদে সকাল ৭টায়, ৭টা ৪৫ মিনিটে, সাড়ে ৮টায়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৭টায় ও ৭টা ৪৫ মিনিটে, সাড়ে ৮টায়, সম্মিলনী স্কুল জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জামে মসজিদে সকাল ৮টায়, চোপদারপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও ৮ টায়, দড়াটানা জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে।

যশোর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ও ঈদগাহ কমিটির সদস্য সচিব সৈয়দ আব্দুল মইন সাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।