যশোরে করোনার উপসর্গে আরও একজনের মৃত্যু

0
356

নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতের নাম নুরুল ইসলাম (৫৯)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.আরিফ আহমেদ জানান, জ্বর, ঠাণ্ডা, কাঁশি, শ্বাসকষ্টসহ করোনার সকল উপসর্গ নিয়ে বুধবার রাত ১ টা ৪৫ মিনিটে ভর্তি হয়ে নুরুল ইসলাম ওয়ার্ডে আসেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। আরএমও আরো জানান, এই পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৯ জন নারী পুরুষ। তাদের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজেটিভ ফলাফল শনাক্ত হয়েছে।