যশোরে কলেজ ছাত্রকে পেট্টোল পাম্প থেকে অপহরণ পূর্বক মুক্তিপণ দাবি টাকা নিতে এসে একজন গ্রেফতার

0
368

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের শংকর পুর এলাকার একটি পেট্টোল পাম্পের সামনে থেকে এক কলেজ ছাত্রকে অপহরণ পূর্বক মুক্তিপণ দাবি করে টাকা নিতে এসে শাহরিয়ার মিশ্র নামে এক অপহরণকারীকে পুলিশ গ্রেফতার করেছে। সে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশে গোলাম মোস্তফার ছেলে। তার সহযোগী আসামীরা হচ্ছে, ওই এলাকার আনিচের ছেলে জিতু, হারুনের ছেলে ব্লাক মামুন,আশ্রম রোডের ধনুর ছেলে ডেঞ্জার সোহাগ, একই এলাকার বিজয়,শংকরপুর গোলপাতা মসজিদেও মামুনের ছেলে ইমন ওরফে ম্যানসেল ও শংকরপুর গোলপাতা মসজিদেও বাবুসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
যশোর সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুর গ্রামের জাকির হোসেন বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার ছোট ভাই নাঈম হোসেন (১৯) ভাতুড়িয়া স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেনীতে লেখাপড়া করে। ভাতুড়িয়া গ্রামের আপা তানজিলার বাড়িতে থেকে নাঈম লেখাপড়া করে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় নাঈম হোসেন তার বন্ধু হেলালকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়িতে আসছিল। তারা শংকরপুর আফরিন পেট্টোল পাম্পে মোটর সাইকেলে তেল নিতে গেলে উল্লেখিত আসামীরা নাঈম হোসেনকে অপহরণ পূর্বক এক স্থানে আটক করে রাখে। পরে নাঈম হোসেনর মোবাইল থেকে তার মায়ের নাম্বারে আসামীরা ফোন করে নাঈম হোসেনকে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করে। টাকা বিকাশে পাঠানোর জন্য একটি নাম্বার দেয় আসামীরা। নাঈম হোসেনর পরিবারের লোকজন বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছি বলে আসামীদের সাথে আলাপ আলোচনার এক পর্যায় পুলিশকে খবর দেয়। পুলিশ বিকাল সাড়ে ৫ টায় বিকাশের দোকান হতে শাহরিয়ার মিশ্রকে গ্রেফতার করে। এদিকে,মিশ্র আটকের খবর শুনে আসামীদের দখলে থাকা নাঈম হোসেনকে মারপিট করে আসামীরা। নাঈম হোসেনকে ঠেকাতে গেলে তার বন্ধু হেলালকেও মারপিট করে অপহরণকারী সন্ত্রাসীরা। পরে এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতার আসামী শাহরিয়ার মিশ্রকে আদালতে সোপর্দ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here