যশোরে পুলিশে চাকুরী দেওয়ার নামে নয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা প্রতারক বিশ্বজিৎ আটক

0
327

বিশেষ প্রতিনিধি : পুলিশের কনস্টেবল পদে চাকুরী দেওয়ার কথা বলে ৯ লাখ টাকা নিয়ে আত্মসাত করার অভিযোগে কোতয়ালি মডেল থানা পুলিশ বিশ্বজিৎ বিশ্বাস নামে এক প্রতারককে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার বিরামপুর হঠাৎপাড়ার ভোলানাথ বিশ্বাসের ছেলে।
মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুলজোড়া গ্রামের চৈতন্য সরকারের ছেলে মন্টু সরকার কোতয়ালি মডেল থানায় প্রতারক বিশ্বাজিৎ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে বলেছেন,গত বছর তার ছেলে সজীব সরকার মাগুরা পুলিশ লাইন্সে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য দাঁড়ালে সেখান থেকে বাদ পড়ে। পরবর্তীতে প্রতারক বিশ্বজিৎ বিশ্বাসের সাথে মন্টু সরকারের পরিচয়ের এক পর্যায় বিশ্বজিৎ বিশ্বাস তাকে বলেন পুলিশে চাকুরী পেতে হলে টাকা লাগে। টাকা দিলে তার ছেলে সজীবকে চাকুরী দিতে পারবে। প্রতারক বিশ্বাজিতের খপ্পড়ে পড়েন মন্টু সরকার। সে তার ছেলে সজীব সরকারকে পুলিশের কনস্টেবল পদে চাকুরী দেওয়ার জন্য গত বছরের ৫ জুলাই দুপুর ২টার পর ২লাখ টাকা, ১ আগষ্ট ১লাখ,৭ নভেম্বর দেড় লাখ টাকা,চলতি বছরের ১৮ মে দেড়লাখ টাকা ও ২৩ জুন আড়াই লাখ টাকা ও খরচ বাবদ আরো ৫০ হাজার টাকাসহ ৯লাখ টাকা প্রদান করে। সর্বশেষ মাগুরা জেলার পুলিশ লাইন্সের মাঠে সজীব সরকারকে মাপে ছোট হওয়ায় তাকে মাঠ থেকে বের করে দেয়। সজীব সরকারকে মাঠ থেকে বের কর দেওয়ার পর মন্টু সরকারের স্ত্রী রাজলক্ষী সরকার প্রতারক বিশ্বজিতের বাড়িতে এসে বিষয়টি জানিয়ে টাকা ফেরত চাই। উক্ত প্রতারক টাকা ফেরত দিবে না বলে জানালে থানায় অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার রাতে পুলিশ প্রতারক বিশ্বজিৎকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা রুজু করলে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here