যশোরে কলেজ ছাত্র গুলিবিদ্ধর ঘটনায় এক সন্ত্রাসীর নাম উল্লেখ করে মামলা

0
382

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার চাঁচড়া আদদ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিকেট মাঠের পিছনে পলিটেকনিক কলেজ ছাত্র ইসমাইল হোসেন (১৯) গুলিবিদ্ধর ঘটনায় এক সন্ত্রাসীর নাম উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ কলেজ ছাত্রের পিতা শাহাবুদ্দিন বাদি হয়ে চাঁচড়া চেকপোষ্ট পশ্চিম পাশের সোহরাব হোসেনে ছেলে মো:সাঈফ হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫জন উল্লেখ করেছেন মামলায়।অথচ ঘটনার গত ৫ দিনেও পুলিশ আসামীর নাম জেনেও সাঈফকে গ্রেফতার না করায় ইসমাইল হোসেনের পরিবার চরম আতংকের মধ্যে দিনাতিপাত করছে।
সদর উপজেলার তফসী ডাঙ্গা মোড়ল বাড়ির বাসিন্দা শাহাবুদ্দিন মঙ্গলবার রাতে কোতয়ালি মডেল থানায় সাইফ হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫জন সন্ত্রাসীর বিরুদ্ধে এজাহার দায়ের করে বলেছেন,তার ছেলে ইসমাইল হোসেন যশোর পলিটেকনিক কলেজের ২য় বর্ষে লেখাপড়া করে। গত ১৩ জানুয়ারী বিকেলে তার ছেলে ইসমাইল হোসেন উক্ত কলেজের পিছনে অবস্থান কালে পূর্ব শত্রুতার কারণে সাঈফ হোসেনসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ইসমাইল হোসেনকে লক্ষ্য করে পিছন থেকে গুলিবর্ষন করে। গুলি ইসমাইল হোসেনের কোমরের পিছনের অংশে লেগে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here