যশোর জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
444

বিশেষ প্রতিনিধি : বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। হাসপাতালের সভা কক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়ন ভারপ্রাপ্ত কামরুল ইসলাম বেনুর সভাপতিত্বে সভারা সঞ্চালনা করেন সনাক যশোরের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক সুকুমার দাস।
হাসপাতালে সনাক যশোর কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও হাসপাতালের বর্তমান অবস্থা তুলে ধরেন সনাক যশোরের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক এ্যাড: মোয়াজ্জেম হোসেন চৌধুরী। বক্তব্য দেন সনাক’র সাবেক সভাপতি প্রফেসর ড: মুস্তাফিজুর রহমান, সনাক সদস্য অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম, হাসপাতালের সহকারী পরিচালক ডা: আব্দুর রউফ, ডা. এএইচএম আব্দুর রউফ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. এনকে আলম, ডা. আক্তারুজ্জামান, সনাক সদস্য অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, ডা. শেখ মোহাম্মাদ আলী, ডা. আশিকুজ্জামান, ডা. হাসান আব্দুল্লাহ, উপসেবা তত্ত্বাবধায়ক রওশানারা বেগম, ওয়ার্ড মাস্টার ওবাইদুল ইসলাম, ফার্মাসিস্ট রতন কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার এ. এইচ. এম. আনিসুজ্জামান।সভায় স্বাগত বক্তব্য দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: একেএম কামরুল ইসলাম বেনু। তিনি বলেন, সনাক-ইয়েস এর পর্যবেক্ষন রিপোর্টে যে পয়েন্টগুলি এসেছে তার অধিকাংশই পজিটিভ- এটা হাসপাতালের একটা বড় অর্জন। এটা হাসপাতালের জন্য একটি ভালো খবর। পর্যবেক্ষণে বহির্বিভাগের টয়লেট নোংরা বিষয়ে যে তথ্য এসেছে এটি সমাধান করা কঠিন। কারণ, এক্ষেত্রে সেবাগ্রহিতাদের সচেতনতার প্রয়োজন এবং হাসপাতালে লোকবলের অভাব রয়েছে। তবে আমরা ডিজি মহোদয়ের সঙ্গে কথা বলেছি অতিশীঘ্র জনবল সমস্যার সমাধান হবে। সভায় হাসপাতালে অভিযোগ নিস্পত্তির জন্য ১টি কমিটি ও শুদ্ধাচার ব্যবস্থাপনা বিষয়ক আরেকটি কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here