“যশোরে কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকী পালিত”

0
410

নিজস্ব প্রতিবেদক : শনিবার সকালে য‌শোর ১ নং আইনজীবী সমিতি মিলনায়তনে ( ঈদগাহ মোড়) “মহামতি কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কমিটি”, যশোর এর আয়োজনে আহ্বায়ক আব্দুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ্যাড.আহাদ আলী লস্করের পরিচলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দীয় সাংগঠনিক সম্পাদক বি. এম শামীমূল হক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা হাফিজুর রহমান, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা শাখার সভাপতি প্রভাষক শাহরিয়ার আমির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কৃষক নেতা সমিরণ বিশ্বাস, গণতান্ত্রিক মহিলা সমিতি যশোর জেলা শাখার সদস্য নিদ্রিতা আফরোজ প্রমূখ। বক্তারা বলেন, মহান শিক্ষাগুরু কার্ল মার্কসের ২০০তম জন্মবার্ষিকীর তাৎপর্য ঊর্দ্ধে তুলে ধরে সকল প্রকার সংশোধনবাদ-সুবিধাবাদকে মোকাবেলা করে শ্রমিক শ্রেণির সংগঠন ও সংগ্রামকে অগ্রসর করার আহ্বান জানান। বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টনে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধে বাংলাদেশকে সম্পৃক্ত করার ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দাঁড়িয়ে এদেশে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা-দালালপুঁজি বিরোধী শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দুপুর ১২:৩০ টায় লাল পতাকা, কার্ল মার্কসের ছবি সংবলিত ফেস্টুন সহকারে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র্যালী পাইপপট্টি মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here