যশোরে গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতারকৃত যুবককে ১০দিনের সাজা প্রদান

0
364

বিশেষ প্রতিনিধি : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গতকাল গণিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যশোর জিলা স্কুলের সামনে থেকে মনিরুজ্জামান নামে এক কলেজ শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করেছে। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বড় গ্রামের সানাউল্লাহর ছেলে। শনিবার সকাল সাড়ে ৯ টায় যশোর জিলা স্কুলের দ্বিতীয় গেটের বাইরে উক্ত যুবক মনিরুজ্জামান এক ছাত্রী শিক্ষার্থীর অভিভাবককে অংকের প্রশ্নপত্র দেখান। তার মোবাইল থেকে উক্ত প্রশ্নপত্র দেখানোর খবর পেয়ে কোতয়ালি মডেল থানার এসআই সহিদুল ইসলাম উক্ত যুবককে গ্রেফতার করে। গ্রেফতারের পর মনিরুজ্জামানকে যশোর জিলা স্কুলের কেন্দ্র সচিব জিলা স্কুলের শিক্ষক আব্বাস উদ্দিনের কাছে নিয়ে যায়। সেখানে কেন্দ্র সচিব উক্ত যুবকের মোবাইল ফোন থেকে দেখতে পান গ্রেফতারকৃত যুবক মনিরুজ্জামানের মোবাইল ফোনে অংকের প্রশ্নের গ্রুপের সাথে শনিবার জিলা স্কুলের অংক পরীক্ষার সাথে মিল নাই।তবে কেন্দ্র সচিবের সন্দেহ হয় উক্ত যুবক প্রশ্নপত্র ফাঁসের চক্রের সদস্য। কোতয়ালি মডেল থানার এসআই সহিদুল ইসলাম গ্রেফতারকৃত মনিরুজ্জামানকে যশোর আদালতের প্রসিকিউটর ম্যাজিষ্ট্রেট কেএম আবু নওশাদের আদালতের সামনে হাজির করে। বিজ্ঞ প্রসিকিউটর মনিরুজ্জামনের মোবাইল ফোন দেখে ও অপরাধের ধরন পরীক্ষা করে উক্ত যুবককে ১০ দিনের বিরাশ্রম কারাদন্ড প্রদান করে আদালতে প্রেরণের নিদের্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here