যশোরে ফের জেলার বিএনপি’র র্শীষ নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় নাশকতা মামলা রুজু

0
456

বিশেষ প্রতিনিধি : আবারো পুলিশকে লক্ষ্য করে বোমা ও গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে জানমালের ক্ষয়ক্ষতির জন্য মিছিল করার অভিযোগে কোতয়ালি মডেল থানা পুলিশ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি,যুবদল,ছাত্রদল ও তার অঙ্গসংগঠনের ১৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কোতয়ালি মডেল থানার এসআই দেবাশীয় রায় বাদি হয়ে শুক্রবার মামলাটি দায়ের করেন। মামলায় যশোর উপশহর সি ব্লক বাসা নং ৫১ এর ইউসুফ আলীর ছেলে আসিফ আলী সুমনকে গ্রেফতার দেখিয়েছে। এ সময় গ্রেফতার ও পলাতক আসামীদের দখল হতে ১টি আধা পুড়া টায়ার,২টি বিস্ফোরিত বোমার ৪টুকরো জর্দ্দার কৌটা অংশ বিশেষ,১৩টি জ্বালের কাঠি,৯টি কাচের মার্বেল,৬টি কসটেপ,২টি বোমা,২০টি বাঁশের লাঠি ও ২০টি পাথরের টুকরো জব্দ দেখিয়েছে। পলাতক আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা গ্রামের মুনছুর আলী মন্ডলের ছেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল,শহরের মোল্যাপাড়া আমতলা মালোপাড়া মৃত কার্ত্তিক বিটের ছেলে নির্মল কুমার বিট,মোল্যাপাড়া কবরস্থানের পাশে গোলাম মোস্তফার ছেলে যুবদলের নেতা ফারুক হোসেন, একই এলাকার মশিয়ার রহমানের ছেলে মোস্তফা আমির ফয়সাল,শহরের লাল দিঘীর পুর্ব পাড়ার যুবদলের নেতা পাপ্পু, মোল্যাপাড়া আমতলা কবরস্থান পাড়ার কাইয়ূম খানের ছেলে তহিদুর রহমান কুইন,চাঁচড়া ডালমিল তেঁতুলিয়ার মৃত সিরাজ মিয়ার লাল বাবু,বারান্দীপাড়া কদমতলার তোতা মিয়ার ছেলে জামান, বারান্দীপাড়া কলোনীপাড়ার টেনিয়া,মোল্যাপাড়া আমতলা কবরস্থান পাড়ার ইউনুস মোল্যার ছেলে শামীম,উপশহর সেক্টর-২ এর বাসা নং ৪৫ এর মৃত এসএম হকের ছেলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু,ধর্মতলা মোড়ের মৃত এ্যাডভোকেট গোলাম মোস্তফার ছেলে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,শহরের শংকরপুরের মৃত তফসীর উদ্দিন বিশ্বাসের ছেলে সদর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুন্নবী,ভেকুটিয়া গ্রামের মৃত কাজী মোহাম্মদ আলীর ছেলে সদর উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আজম,যশোর শহরের এইচএম এম রোডের মৃত নূরুল ইসলামের ছেলে নগর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ,লাল দিঘীর পূর্ব পাড়ের মৃত জহুরুল হক ওরফে চুয়া মিয়ার ছেলে জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্নাসহ অজ্ঞাতনামা ২০/২৫জন। মামলার বাদী কোতয়ালি মডেল থানার এসআই দেবাশীয় রায় তার দায়েরকৃত এজাহারে বলেছেন, বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পান শহরের খালদার রোড বরফ কলের সামনে গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা গনতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে অগ্নিসংযোগসহ নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে সমাবেত হয়ে মিছিল করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছালে উক্ত আসামীদের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ২টি বোমা বিস্ফোরণ ঘটায় । পুলিশ তাদেরকে গ্রেফতার করতে ধাওয়া করলে তারা পালানোর এক পর্যায় আসিফ আলী সুমনকে গ্রেফতার করে। অন্যান্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর মাধ্যমে আসিফ আলী সুমনের মাধ্যমে পলাতক আসামীদের ব্যাপারে পুলিশ জানতে পারে। এ সময় তাদের ও পলাতক আসামীদের ফেলে যাওয়া বিস্ফোরকদ্রব্য ও নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে আনা ২টি বোমা, ও বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here