যশোরে গভীর রাতে গরু চুরির ঘটনায় মামলা ॥ এক চোরের জবানবন্দি প্রদান

0
301

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার গাইদগাছী দক্ষিনপাড়ার এক বাড়িতে রোববার দিবাগত গভীর রাতে গরু চুরির অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬ জন চোরের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে,বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর পটুয়াপাড়া গ্রামের ওহাব শেখের ছেলে জনি শেখ,ঝালোকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সোনা উঠা গ্রামের মৃত আলম মুন্সীর ছেলে সুলতান মুন্সী,বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর পটুয়াপাড়া গ্রামের জিয়ারুলের ছেলে বাদশা, আইয়ূব আলী মোড়লের ছেলে তৌহিদুল, গুলজার মোড়লের ছেলে ইসমাইল রিপু ও খুলনা জেলার রুপসা উপজেলার রুবেলসহ অজ্ঞাতনামা ৭/৮জন। এর মধ্যে জনি শেখকে স্থানীয় জনগণ ধরে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার জনি শেখ আদালতে গরু চুরির সাথে জড়িত স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে বলে জানাগেছে।
গাইদগাছী দক্ষিণ পাড়ার আবুল বাশার মোল্যার ছেলে শোরশেদ আলম কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,রোববার দিবাগত গভীর রাত সোমবার রাত ৩ টায় তিনি ও প্রতিবেশী মনিরুল,আজগার গরু চুরির আতংকে পাহারা দিয়ে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ৩ টার পর হঠাৎ খোরশেদ আলমের মাতা আকলিমা গরুর পায়ের শব্দ শুনে খোরশেদ আলমকে জানান গরু চুরি করে নিয়ে যাচ্ছে। খোরশেদ আলম ও তার স্ত্রী সাহিদা ছেলে মেয়ে উঠে গোয়াল ঘরে দেখে গোয়ালে রাখা ৩টি গাভী নাই। দ্রুত এলাকার মসজিদের মাইকে প্রচার চালানো হয় গরু চুরি হওয়ার বিষয়টি। বাড়ির উত্তর পাশে ফজলুর পানের বরজের কাছে গিয়ে দেখেন উক্ত ৩টি গরু রয়েছে। সেখানে কোন চোর নাই। সোমবার সকালে খবর পান পাশ^বর্তী প্রেমবাগে এলাকাবাসী ৪ চোরকে ধরে গণধোলাই দিয়ে ৩চোর মারা গেছে। এর মধ্যে জনি শেখ নামে এক চোর গণধোলাই খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জনি শেখ পুলিশের জিজ্ঞাসাবাদে বলেন তার সাথে উল্লেখিত চোর ছিল। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইদ্রিসুর রহমান জানিয়েছেন জনি শেখকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে সে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি প্রদান করেন।#