যশোরে গ্রাম্য ডাক্তারের চিকিৎসায় ভ্যান চালকের মৃত্যু , ৮০ হাজারে রক্ষা

0
278

বিশেষ প্রতিনিধি : যশোরে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় নিহত ভ্যান চালকের স্ত্রীকে ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে রক্ষা পেতে চলেছেন। মানুষ হত্যা করে ৮০ হাজার টাকা রফা করায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ডাক্তার রফিকুল ইসলামের শাস্তি দাবি জানিয়েছে।
এলাকাবাসী জানায়, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাবুবাজারের ভ্যান চালক শফিকুল ইসলাম গত ১৭ জুন অসুস্থ্য বোধ করলে স্থানীয় পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের কাছে যান। সেখানে তাকে একটি ইনজেকশন দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মাথায় পানি দিলে জ্ঞান ফিরলে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে শফিকুল ইসলাম আবার অসুস্থ্য হয়ে পড়লে পল্লী চিকিৎসক রফিকুল ইসলামকে ডাকা হয়। তিনি উক্ত বাড়িতে গিয়ে শফিকুল ইসলামের প্রেশার মেপে রোগী মারা গেছে বুঝে দু:খিত বলে পালিয়ে যান। পরবর্তীতে ডাক্তারের লোকজন গিয়ে তড়িঘড়ি করে শফিকুলকে দাফন করে। এ বিষয়ে বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশ হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে শফিকুল ইসলামের স্ত্রী সালমা বেগম থানায় অভিযোগ করেন। কোতোয়ালি থানার এসআই কামাল হোসেন ও সাজিয়ালি ফাঁড়ির ইনচার্জ সুকুমার রায় ঘটনাস্থলে গেলে কথিত ডা. রফিকুল ইসলাম তাদেরকে মোটা অংকের টাকায় মুখ বন্ধ করেন। বিষয়টি জানাজানি হলে অবস্থা বেগতিক দেখে রফিকুল ইসলাম মীমাংসায় চেষ্টা চালান। শুক্রবার সকালে সালিশী বৈঠক বসে। সেখানে পাশের গ্রাম দোগাছিয়া হেলাল নামে এক ব্যক্তি মৃত শফিকুলের স্ত্রী সালমা বেগমকে ৮০ হাজার টাকা দেয়ার জন্য ডাক্তার রফিকুল ইসলামকে নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন নাজমুল হোসেন, রাকিব, কোরবান আলী, ইব্রাহিম হোসেন, মনিরুল ইসলাম ও ওই কথিত ডাক্তার রফিকুল ইসলাম। মৃত শফিকুল ইসলামের স্ত্রী সালমা বেগম ৮০ হাজার টাকা দিয়ে অভিযোগ প্রত্যাহারের কথা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন টাকা দেইনি। আমার পরিবারের লোকজন কোন টাকা দিয়েছে কি না তাও জানিনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here