যশোরে জাতির জনককে স্মরণ

0
283

নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করেছে যশোরবাসী। শহরের গরিবশাহ সড়কে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে গভীর শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে যশোরে শনিবার পালিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিনটি পালন উপলক্ষে আলোচনাসভা, পৌর এলাকার ২৫৪টি মসজিদে দোয়া, ২৭টি মন্দির, গির্জায় প্রার্থনা ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় আওয়ামী লীগের নেতৃবন্দ বলেছেন জাতির জনক বঙ্গবন্ধুর জন্যই বাঙালি পেয়েছে বাংলা ভাষা,স্বাধীনদেশ ও স্বার্বভৌমত্ব। অথচ যে মহান নেতা বাঙ্গালীর স্বাধীনতা আন্দোলনের জন্য জীবনের বেশির ভাগ সময় জেলে কাটিয়েছেন সেই মহান নেতাকে স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে হত্যা করেছে। আর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করেছে। দেশের জনগণ তাদের প্রত্যাখান করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জাতির পিতার হত্যাকারীদের ফাঁসি কার্যকর করেছেন। এখনও কুচক্রি মহল যেকোন সময় ষড়যন্ত্র করতে পারে। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়েছে।

যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গাড়িখানা¯’ দলিয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ,সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ। পরিচালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু। পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। ছাত্রলীগ নেতা খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, সাবেক বিজ্ঞান ও প্রযক্তি বিষয়ক সম্পাদক সুখেন মুজুমদার, সাবেক শ্রম সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল প্রমুখ। যশোর পৌরসভায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান,কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় মহাসিচব শহিদুল ইসলাম প্রমুখ । পরিচালনা করেন পৌরসভার সচিব আজমল হোসেন। এরপর দরিদ্র মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে। জেলা যুব মহিলা লীগের উদ্যোগে গাড়িখানায় আলোচনা ও খিচুড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুনাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে উপ¯ি’ত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক ফারুক আহমেদ কচি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুখেন মুজুমদার, সাবেক শ্রম সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল,সাবেক উপদফতর সম্পাদক সাইফুল ইসলাম তুহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মসম্পাদক লুৎফুল কবীর বিজু, এমএম কলেজ ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন প্রমুখ। পরে এক ¯’ানে খিচুড়ি বিতরণ করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। এছাড়া আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেছেন। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু । যশোর উপশহরে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন মসজিদে দোয়া, আরবপুর ইউনিয়নে চেয়ারম্যান শাহারুল ইসরামের উধ্যোগে ৮৫টি মসজিদে দোয়া, ১৫টি মন্দিরে প্রার্থনা, কাশিমপুর ইউনিয়নে চেয়ারম্যান মশিউর রহমান সাগরের উদ্যোগে ৮৭ মসজিদে দোয়া,১৮টি মন্দিরে প্রার্থনা করা হয়েছে।

এর আগে শহরের বকুলতায় বঙ্গবন্ধুর স্মৃতি ম্যুরালে বিভিন্ন সংগঠন, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধা জানানো হয়েছে। শ্রদ্ধা জানান যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের উপাচার্য্য ড. আনোয়ার হোসেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার আশরাফ হোসেন, যশোর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন, সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন,যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসরাম চাকলাদার রেন্টু,সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষক বৃন্দ, বিএমএ স্বাচিপ, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরা,ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগ,শহর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, প্রেস ক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সংবাদপত্র পরিষদ,দৈনিক স্পন্দন, সরকারি মহিলা কলেজ, সিটি কলেজ, আব্দুর রাজ্জাক কলেজ, শিক্ষ বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, যশোর কলেজ, যশোর মেডিকেল কলেজ, উপশহর মহিলা কলেজ, যশোর হ্যোমিওপ্যাথিক মেডিলকেল কলেজ, যশোর এসএম সুলতান ফাইন আর্ট কলেজ, জিলা স্কুল,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেবা সংঘ বালিকা বিদ্যালয়,আদর্শ বালিকা বিদ্যালয়, নিউটাউন বালিকা বিদ্যালয়, আঞ্জুমানারা একাডেমি, মুসলিম একাডেমি, সম্মিলনী ইন্সটিটিউশন, সেক্রেডহার্ট, নার্সিং ইন্সটিটিউট, , জেলা ক্রীড়া সংস্থা, মুসলিম এইড, যশোর শিক্ষা বোর্ড কর্মকর্তা কল্যান সমিতি, পিটিআই, মডেল পলিটেকনিক ইন্সটিটিউট, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু ছাত্রজীবী পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ, জেলা মৎস্যজীবী লীগ,পরিবেশ অধিদফতর,গনপূর্ত, বিসিক, শিল্পকলা একাডেমি, সনাতন ধর্ম সংসদ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, সোনালী ব্যাংক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মৎস্যজীবীলীগ,কৃষকলীগ, পল্লি সঞ্চয় ব্যাংক, জেলা মহিলা আওয়ামী লীগ, স্বপ্ন দেখো সংস্থা, পৌর ছাত্রলীগ,জয়তী সোসাইটি, ধারাসহ বিভিন্ন সংগঠন। এদিকে জেলা পরিষদ চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল শ্রদ্ধা নিবেদন করেন চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।

যশোর মেডিকেল কলেজে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যশোর জেলা শাখার সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক ডা. এমএ বাশার, যুগ্ন সম্পাদক ডা. মাহমুদুল হাসান পান্নু, কলেজের সহযোগী অধ্যাপক ডা. গোলাম ফারুক, ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ডা. পার্থ সরকার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বিএমএ যশোর জেলা শাখার প্রচারও জনসংযোগ সম্পাদক প্রভাষক ডা. গোলাম মোর্তজা। অনুষ্ঠানের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির উদ্বোধন করা হয়। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়ের নেতৃত্বে পক্ষ থেকে শোক র‌্যালী ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। যশোর সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারাও বঙ্গবন্ধুৃ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ ,প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ।

যবিপ্রবি : শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন । বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারী আকার ধারণ করায় অত্যন্ত সীমিত পরিসরে স্বা¯’্যবিধি মেনে এবারের শোক দিবসের মাসজুড়ে কর্মসূচি পালন করে যবিপ্রবি।

সংক্ষিপ্ত আলোচনায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারি, কর্মচারী সমিতির সহসভাপতি আরশাদ আলী, শহীদ মসিয়ূর হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

এদিকে যবিপ্রবির ১৫ আগস্টের কর্মসূচি শুরু হয়, সূর্যোদয়ক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন যশোর শহরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একে একে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, হলসমূহ জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বঙ্গবন্ধুর ম্যুরালে যবিপ্রবি উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশ্বাবদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. রুহুল আমিন।

দিনব্যাপী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, ডিন অধ্যাপক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ড. এ এস এম মুজাহিদুল হক, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ড. আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আমজাদ হোসেন, ড.ইঞ্জি, কর্মচারী সমিতির সভাপতি এস এম সাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান সোহাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপ¯ি’ত ছিলেন।

শনিবার বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যশোর জোন এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

ব্যাংকের ইভিপি ও কুষ্টিয়া শাখা প্রধান মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মোঃ মাকসুদুর রহমান।

বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয?র ভাইস প্রেসিডেন্ট ও যশোর শাখা প্রধান মোঃ আশরাফুল আলম এবং ডাকবাংলা এসএমই শাখার ব্যাবস্থাপক মোঃ মাহফুজুল হক।

অনুষ্ঠানে যশোর জোনের সকল শাখা প্রধান, ম্যানেজার অপারেশন্সসহ জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয?া ও মোনাজাত করা হয?।