যশোরে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবারে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা ১১ হাজার ২শ’ ২৩জন বেশী

0
564

এম আর রকি : আজ বৃহস্পতিবার জুনিয়র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা
(জেএসসি) শুরু হচ্ছে। এ বছর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষাবোর্ড যশোর অধীনে ২লাখ ৪১ হাজার ৮শ’ ৬৭ জন শিক্ষার্থী
পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ১লাখ ১৫ হাজার ৩শ’ ২২ জন ছাত্র ও ১লাখ ২৬
হাজার ৫শ’ ৪৫ ছাত্রী। এবার ১১ হাজার ২শ’ ২৩জন ছাত্রী ছাত্রের চেয়ে
বেশী। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২লাখ ১১ হাজার ৭২জন ও অনিয়মিত
৩০ হাজার ৭শ’ ৯৫জন। খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৮শ’ ২৬জন
টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২শ’ ৭০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ
গ্রহন করবে বলে বোর্ড সূত্রগুলো জানিয়েছেন।
বোর্ড সূত্রগুলো আরো জানিয়েছেন,খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে
খুলনা জেলায় ৪শ’ ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার ৯১জন
শিক্ষার্থী ৫৩টি কেন্দ্রে,বাগেরহাট জেলার ৩শ’ ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান
থেকে ২০ হাজার ৩শ’ ৯০জন শিক্ষার্থী ২৫টি কেন্দ্রে,সাতক্ষীরা জেলার
৩শ’ ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার ৯৬জন পরীক্ষার্থী ২৩টি
কেন্দ্রে,কুষ্টিয়া জেলার ৩শ’ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার
৮২জন পরীক্ষার্থী ২৮টি কেন্দ্রে,চুয়াডাঙ্গা জেলার ১শ’ ৪৫টি শিক্ষা
প্রতিষ্ঠান থেকে ১৭হাজর ৭শ’ ৮৬জন পরীক্ষার্থী ১৭টি
কেন্দ্রে,মেহেরপুর জেলার ১শ’ ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১ হাজার

৮শ’ ৩১জন পরীক্ষার্থী ১০টি কেন্দ্রে,যশোর জেলার ৫শ’ ৪২টি শিক্ষা
প্রতিষ্ঠান থেকে ৩৮ হাজার ৬শ’ ৯৭জন পরীক্ষার্থী ৪৮টি কেন্দ্রে,নড়াইল
জেলার ১শ’ ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২ হাজার ৩শ’ ৭১জন
পরীক্ষার্থী ১৪টি কেন্দ্রে,ঝিনাইদহ জেলার ২শ’ ৯৯টি শিক্ষা প্রতিষ্ঠান
থেকে ২৯ হাজার ২শ’ ৯৪জন পরীক্ষার্থী ৩৬টি কেন্দ্রে ও মাগুরা জেলার ১শ’
৮৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার ২শ’ ২৯জন পরীক্ষার্থী ১৬টি
কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে বলে বোর্ড সূত্রগুলো নিশ্চিত করেছে।পরীক্ষা
নকল মুক্ত রাখতে ইতিপূর্বে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা কেন্দ্রের
সচিবদের নিক নির্দেশনা দিয়েছে। নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের
কথা জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।জুনিয়র স্কুল
সার্টিফিকেট পরীক্ষা সুষ্ঠু ও অবাধ করতে বোর্ডের কর্মকর্তা ও স্ব-
স্ব জেলার প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করা
হয়েছে। যারা পরীক্ষা কেন্দ্রে পর্যবেক্ষনের দায়িত্ব পালন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here