যশোরে ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে সম্পৃক্ত হবে সিভিল সোসাইটি

0
336

বিশেষ প্রতিনিধি : যশোরে লাগামহীন যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সিভিল সোসাইটিকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়েছে জেলা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়। এছাড়া, ভৈরব নদের অবৈধ দখলদার উচ্ছেদ করে খননের কাজের অগ্রগতি পর্যালোচনা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজা উপলক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শহরের সৌন্দর্য উন্নয়ন কার্যক্রমের কর্ম-পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে।
জেলা প্রশাসকের সভাকক্ষে রোববার স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক নূর-এ-আলমের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহাক ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু তোরাব মো. হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা এসএমএ খালেক প্রমুখ।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here