যশোর মণিরামপুরে ইউপি মেম্বর মান্নানকে রাতে কুপিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা

0
405

বিশেষ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলা এলাকায় রবিবার রাতে মুখোশধারী সন্ত্রাসীরা বিএনপি নেতা ইউপি সদস্য আব্দুল মান্নানের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধারের পর প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে ১১ টায় দিকে উপজেলার জয়পুর গ্রামের উত্তরাইল মোড়ে একটি চায়ের দোকানের সামনে। তবে ঘটনার সাথে জড়িতদের পুলিশ সনাক্ত করতে পারেনি। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত আব্দুল মান্নান জয়পুর গ্রামের বিশ্বাস পাড়ার মৃত সাহেব আলীর ছেলে। এ ছাড়া তিনি ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ শহীদ ইকবাল হোসেন।
সোমবার বেলা দুই টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আব্দুল মান্নানের স্ত্রী ফিরোজা বেগম মোবাইল ফোনে জানান, তার স্বামী রবিবার রাত সাড়ে ৯ টায় বাড়ি থেকে পার্শ্ববর্তি উত্তরাইল মোড়ে হেলালের চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা হয়। হেলালের চায়ের দোকানের সামনে বেঞ্চে বসে এলাকার লোকজনের সাথে গল্প করছিলেন । প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১ টার দিকে জয়পুর এলাকার জামাল হোসেন নামে এক যুবকের নেতৃত্বে মুখোশধারী ৬/৭জন সন্ত্রাসী এসে মান্নানের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা, গলা, পা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তারা মান্নানের মৃত্যু নিশ্চিত ভেবে নিথর দেহটি রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধারের পর প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ দিকে মনিরামপুর থানার ওসি মোকাররম হোসেন সাংবাদিকদের জানান, রাতে হেলালের দোকানে কেরামবোর্ড খেলা নিয়ে ইউপি সদস্য মান্নানের সাথে কয়েকজন যুবকের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে কতিপয় যুবক তার উপর হামলা চালায়। এ ঘটনায় সোমবার সকালে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ থানায় এজাহার দায়ের করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here