যশোরে ট্রাফিক সচেতনতা সপ্তাহের উদ্বোধন

0
374

বিশেষ প্রতিনিধি : ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে যশোরে বিভিন্ন স্থানে সচেতনামূলক প্রচারণা চালিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন সিকদার সোমবার সকালে শহরের দড়াটানা মোড়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন। পরে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শুভেন্দু কুমার মুন্সি, প্রশান্ত কুমার ঘোষ, পুলিশ পরিদর্শক টিআই জিয়াউল হক যশোর শহরের গুরুত্বপূর্ণ স্থানে সচেতন মূলক ট্রাফিক সপ্তাহের বিভিন্ন লিফলেট বিতরণ করেন। এসময় তারা বলেন, ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত যশোরে সচেতনতামূলক ট্রাফিক সপ্তাহ পালন করা হবে। ট্রাফিক সচেতনতার লিফলেট বিতরণের সময় তারা সর্বনাশা গতি, ডেকে আনবে ক্ষতি। অননুমোদিত বাহন-দূর্ঘটনার কারণ, হেডলাইটের উপরে কালো, রাতে দেখা যায় ভালো। আরামদায়ক ভ্রমণের-অপর নাম-নিরাপদ গতি, নিরাপদ গতি-আনন্দের গতি। ৫/৮ ঘন্টার উপরে চালালে গাড়ি-শরীরের হতে পারে মারাত্মক ক্ষতি, একটানা ৫ ঘন্টার বেশি-গাড়ি চালাবেন নাসহ বিভিন্ন প্লেকার্ড প্রদর্শণ করেন। এছাড়া,ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যশোরে জনসচেতনা করতে নানা পদক্ষেপ গ্রহন করা হয়।