যশোরে বিকাশ অফিসের লোক পরিচয়ে পিন নাম্বার জেনে টাকা উত্তোলন করার অভিযোগ

0
363

বিশেষ প্রতিনিধি : বিকাশ অফিসের লোক পরিচয় দিয়ে পিন নাম্বার জেনে এক বিকাশ গ্রাহকের ২৫ হাজার টাকা উত্তোলন করে নাম্বার বন্ধ করে দিয়েছে প্রতারক চক্র। ঘটনাটি যশোর সদর উপজেলার মুনসেফপুর দত্তপাড়া গ্রামের।
সদর উপজেলার মুনসেফপুর দত্ত পাড়ার মলয় দত্তর ছেলে পলাশ দত্ত কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত অভিযোগে আসামী উল্লেখ করেছেন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। তিনি অভিযোগে উল্লেখ করেন, তিনি অত্র এলাকা থেকে পান ক্রয় করে ঢাকা হেমায়েতপুর বশির এবং সজলের কাছে পাঠায়। পান ক্রয় সংক্রান্তে পলাশ দত্ত তার ভাই অসিমের মোবাইল নাম্বার থেকে বিকাশের লেনদেন করেন। গত ২২ নভেম্বর দুপুরে সজল ও বশির দু’জনে ৬০ হাজার টাকা অসিমের বিকাশ নাম্বারে পাঠায়। এর পর উক্ত নাম্বার থেকে ৩৫ হাজার টাকা তোলা হয়। বাকী ২৪ হাজার ৮ শ’ টাকা উক্ত বিকাশ নাম্বারে থাকে। হঠাৎ ২৩ নভেম্বর সকাল ১০ টায় একটি নাম্বার থেকে অসিমের মোবাইল নাম্বারে ফোন করে বিকাশ নাম্বারে পিনের সমস্যার কথা বলে। পিন নাম্বার না বললে চিরতরে তার বিকাশ নাম্বার বন্ধ হয়ে যাবে। নিজেকে বিকাশ অফিসের লোকজন পরিচয় দিয়ে পিন নাম্বার চাইলে পিন নাম্বার দেওয়ার পর বেলা ১১ টায় দেখেন বিকাশে থাকা নগদ ২৪ হাজার ৮ শ’ টাকা নাই। পরে উক্ত নাম্বারে ফোন করলে বন্ধ পান। প্রতারণ চক্র বিকাশের পিন নাম্বার কৌশলে জেনে দ্রুত বিকাশ থেকে টাকা উত্তোলন নিয়ে মোবাইল বন্ধ করে ফেলে।