যশোরে সন্ধ্যারাতে বোমা নিক্ষেপ

0
412

বিশেষ প্রতিনিধি : রোববার ২৪ নভেম্বর বিকেলে শহরের বেজপাড়া রেলরোড ফুড গোডাউনের দক্ষিণ পাশের্^ জনৈক ফটিক মন্ডলের বাড়িতে বোমা বাজি ও বোমা উদ্ধারের ঘটনায় তিন সন্ত্রাসীর নামসহ অজ্ঞাতনামা আরো ৭/৮জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। এজাহারটি দায়ের করেন,চাঁচড়া পুলিশ ফাঁড়ীর এসআই আ ফ ম মনিরুজ্জামান। আসামীরা হচ্ছে,যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক জামে মসজিদের পাশের্^ মৃত শামসুর ছেলে আলামিন ওরফে চোর আলামিন (আঞ্জুর জামাই),শহরের বেজপাড়া ৪নং পানির ট্যাংকী আনছার ক্যাম্পের পাশে আছিয়ার বাড়ির ভাড়াটিয়া পালিত পিতা ইকতার আলী মন্ডলের ছেলে ও মৃত রবিউল ইসলামের ছেলে হানিফ ও আশ্রমরোড শহিদ মিয়ার বাড়ির ভাড়াটে দয়ালের ছেলে শাহজাহানসহ অজ্ঞাতনামা ৭/৮জন।
উক্ত ফাঁড়ির এসআই মনিরুজ্জামান এজাহারে উল্লেখ করেন, রোববার বিকেল পৌনে ৫ টায় বেজপাড়া রেলরোড ফুড গোডাউনের দক্ষিণ পাশের্^ জনৈক ফটিক মন্ডলের বাড়িতে উক্ত আসামীরা বোমা ও অস্ত্রসস্ত্র নিয়ে অবস্থান করছে নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৪ টার পর উক্ত এলাকায় পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। পুলিশ এলাকাবাসীর বক্তব্যে উক্ত আসামীদের নাম ঠিকানা সংগ্রহ করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিষ্ফোরিত হাতবোমা, বিস্ফোরিত বোমার জর্দ্দার কৌটা ও ছেরা কসটেপ। পরে আসামীদের গ্রেফতারে অভিযান চালিয়ে তাদের সন্ধ্যান করতে পারেনি। তবে কারা বোমা বিস্ফোরনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়।