যশোরে এবার জমি লিখে না দেওয়ায় পিতা মাতাকে মারপিট

0
335

বিশেষ প্রতিনিধি : এবার নিজ পুত্রকে জমি লিখে না দেওয়ায় স্বামী ও স্ত্রী কুলাঙ্গার সন্তান এবং সন্তানের স্ত্রীর হাতে লাঞ্চিতসহ নির্যাতন হচ্ছে। নির্যাতন সইতে না পেরে প্রতিকার চেয়ে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামে।
ওই গ্রামের উসমান মোল্যার স্ত্রী শহর ভানু রোববার কোতয়ালি মডেল থানায় নিজ ছেলে রাসেল ও পুত্র বধূ মোছাঃ পলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন,তার ছেলে রাসেল প্রায় সময় স্ত্রী পলি খাতুনের প্ররোচনায় বৃদ্ধ মাতা শহর ভানুর কাছে জমি লিখে দেওয়ার চাপসৃষ্টি করে। রাসেল জমি লিখে দেওয়ার জন্য তার পিতা উসমান মোল্যাকে হুমকী ধামকীসহ ভয়ভীতি দেখাচ্ছে। গত ২০ নভেম্বর বিকেল ৪ টায় রাসেল তার স্ত্রী পলি খাতুনের প্ররোচনায় পিতা উসমানকে জমি লিখে দিতে বলে। রাজী না হওয়ায় তাকে মারপিটসহ গলা টিপে হত্যার চেষ্টা করলে চিৎকার দিলে শহরভানু এগিয়ে আসলে তাকে মারপিটসহ প্রান নাশের হুমকী দেয়।