যশোর জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদের শক্ত প্রার্থী জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল

0
892

স্টাফ রিপোর্টার : রাত পোহালেই যশোর জেলা আওয়ামীলীগের বহু কাঙ্খিত সম্মেলন। ইতিমধ্যে সম্মেলনকে কেন্দ্র করে জমে উঠেছে সরকারী দলের রাজনৈতিক মহড়া। নেতারা সম্মেলনে কাঙ্খিত পদ পেতে সাধ্যমত চেষ্টা করছেন। বিশেষ করে যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় এক ডজন নেতা তাদের প্রার্থীতা ঘেৃাষনা করে মাঠে মহড়া শুরু করেছেন। যাদের মধ্যে অন্যতম যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। যশোর জেলা আওয়ামীলেিগর বর্তমান সহ সভাপতি সাইফুজ্জামান পিকুল এবারের সম্মেলনে সভাপতি পদে জোর লড়াই করছেন। তিনি বিশ্বাস করেন, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাবে রাজনীতি ও নেতৃত্বে দলের দুঃসময়ের রাজপথের পরীক্ষিত নেতা ও ক্লিন ইমেজের কর্মীদের মুল্যায়ন করছেন সেই ধারাবাহিকতা যদি যশোর জেলা আওয়ামীলীগের সম্মেলনে বজায় থাকে তাহলে তিনি ওই পদে আশাবাদী। একান্ত আলাপ চারিতায় এসব কথা বলেন সাইফুজ্জামান পিকুল। তিনি মনে করেন, ছাত্র জীবনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যে রাজনীতির হাতে খড়ি হয়েছিল কঠিন দুঃসময়েও সেই আদর্শ থেকে চুল পরিমান বিচ্যুত হইনি তিনি। তিনি বলেন, ১৯৭৫ সালে যশোর সদর থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে রাজনৈতিক নেতৃত্বের যাত্রাটা ছিল কন্ঠকাকীর্ণ। ’৭৫ সালের ১৫ আগষ্ট স্ব পরিবারে জাতীর জনক বঙ্গবন্ধুকে হত্যার পর যখন নেতারা জীবন বাঁচাতে আতœগোপনে ঠিক সেই সময় ছাত্র সমাজকে সাথে নিয়ে যশোরের রাজপথে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে মিছিল করেছি। হত্যার বিচার দাবি করেছি। বিনিময়ে ভাগ্যে জুটেছে জেল আর নির্যাতন। কিন্তু থেমে যাই নি। জেল থেকে বের হয়ে আবারও রাজপথে লড়াই করেছি জাতির জনকের হত্যাকারীদের বিচার দাবি করে। তারই পুরস্কার স্বরুপ ১৯৭৯ সালে যশোর জেলা ছাত্রলীগের সভাপতির পদে আমাকে অনেকটা অপ্রত্যাশিত ভাবে বসানো হয়। ১৯৮৪ সালে যশোর জেলা যুবলীগের সভাপতি পদে নির্বাচিত হয়ে একটানা ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি। এ সময় বিএনপি সরকারের এক রোখা নীতির বিরুদ্ধে রাজপথের আন্দোলন সংগ্রামে জেলার যুব সমাজকে ঐক্যবদ্ধ করে লড়াই করেছি। কিন্তু কোন প্রলোভন বা ব্যক্তিগত সুযোগ সুবিধার ধার ধারেনি। ফল স্বরুপ ১৯৯৪ সালের দ্বি বার্ষিক সম্মেলনে যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লড়াই করেছি। স্বৈরাচার খালেদা জিয়া সরকারের সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কর্মীদের সাথে নিয়ে লড়াই সংগ্রাম করেছি। তারই ধারাবাহিকতায় কর্মীদের চাহিদা আর নেত্রীর আর্শিবাদ সব মিলে ২০০৪ সালের জেলা সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়ে দলের জন্য সর্বাতœক কাজ করার চেষ্টা করেছি। এই পদে একটানা ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন কালে যে কোন ধরনের বিপদ আপদে নেতা কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছ্ ি২০১৩ সালে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস মোকাবিলায় যশোরের রাজপথে নিরলস সংগ্রাম করেছি। কর্মীদের বিপদে আপদে তাদের পাশে থেকেছি। জেল আর নির্যাতনের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। সকল গণতান্ত্রিক নির্বাচনে দলীয় প্রতীক আর আদর্শকে বুকে লালন করে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি। এসময় বার বার সুযোগ হয়েছে দলীয় প্রধান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা পাওয়ার। আর সে মোতাবেক কাজ করে দলের মধ্যে নিজের একটা শক্ত অবস্থান তৈরীর চেষ্টা করেছি। কখনো নেতা কর্মীদের বিপদে ফেলে এই মাটি মানুষের কাছ থেকে দূরে সরে যায়নি। বাংলাদেশকে ছেড়ে অন্যত্র কোথাও সেকেন্ড হোম তৈরী করেনি। এই মাটি মানুষের সাথে মিশে থেকে তাদের সুখ দুঃখ শেয়ার করেছি। যার ফল স্বরুপ ২০১৫ সালের দ্বি বার্ষিক সম্মেলনে নেত্রীর সরাসরি তত্ববধানে আমাকে যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি পদে মনোনীত করা হয়। অদ্যাবধি ওই পদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে দলের একজন মাঠ কর্মী হিসেবে কাজ করছি। তারই পুরস্কার স্বরুপ নেত্রী আমাকে ২০১৭ সালের জেলা পরিষদ নির্বাচনে ঐতিহ্যবাহী যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দান করেন। নেত্রীর সেই দান মাথায় তুলে নিয়ে জনগণের জন্য কাজ করার চেষ্টা করছি। কতটুকু পেরেছি তার বিচারর ভার দলের নেতাকর্মী আর সাধারণ মানুষের ওপর। আমি ঐতিহ্যবাহী এই জেলা পরিষদের সম্মান আর মর্যাদা অক্ষুন্ন রেখে কাজ করার চেষ্টা করছি। জনবান্ধব নানা মুখি কর্মসূচী নিয়ে সরকারের একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে তাদের সব এজেন্ডা বাস্তবায়নে চেষ্টা করছি। কখনো রাজপথ ছাড়িনি। কারন এই রাজপথই আজ আমাকে এখানে দাঁড় করিয়েছে। রাজপথ আমার একমাত্র ঠিকানা। জনগণের ভালবাসা আমার পাথেয়। আমি মনে করি নেত্রীর আর্শিবাদ আর জনগণের ভালবাসা আমার সাথে আছ্।ে তাই এবারের জেলা সম্মেলনে দলের মাঠ কর্মীদের দাবির প্রেক্ষিতে আমি নিজেকে যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি পদের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনা করেছি। এর মুল্যান করবেন আমাদের প্রাণের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আমার জেলার সম্মানীত কাউন্সিলর ও ডেলিগেটরা। কর্মী সমর্থকের দাবিকে মুল্যায়ন করে এই পদে নাম ঘোষনা করেছি। এখন বাকিটা নির্ভর করছে পরিবেশ আর পরিস্থিতির ওপর। তবে তিনি আশা করেন, যশোরের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনে নেতৃত্বের বিকাশ প্রয়োজন। কর্মী নির্ভর নেতার বড় অভাব রয়েছে এই সংগঠনে। এখন কর্মীরা নেতার কাছে যেতে পারে না। তাদের সুখ দুঃখের কথা বলতে পারে না। নেতারা কর্মীদের কাছে যান না। তাদের খোঁজ খবর নেন না। ফলে এক ধরনের শুন্যতা বিরাজ করছে। দলের নেতৃত্বে রয়েছে চরম স্থবিরতা। দলের নির্বাচিত সব জনপ্রতিনিধিদের কোন মুল্যায়ন নেই। অনেকটা এক নেতা নির্ভর সংগঠনে পরিণত হয়েছে যশোর জেলা আওয়ামীলীগ। ফলে কর্মীদের প্রত্যাশ্ াপূরনে কর্মী বান্ধব দল হতে হবে। নেতা হবেন কর্মীদের সুখ দুঃখের সাথী। কোন ক্যাডার নিয়ে, অস্ত্র নিয়ে, গ্যান ম্যান নিয়ে নেতাকে চলতে হবে না। কর্মী ও জনগনই নেতার রক্ষা কবজ হবেন। কোন অস্ত্র আর ক্যাডার নেতার রক্ষা কবজ হতে পারে না। ফলে আগামীকাল যশোর ঈদগাহ মাঠের সম্মেলনে দলের নেতাকর্মীদের এই প্রত্যাশা অনেকটাই পূরণ হবে বলে তিনি বিশ্বাস করেন। একই সাথে দলের সকল স্তরের নেতাকর্মীদের চাহিদার প্রতি লক্ষ্য করে নেতৃত্ব নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার প্রতিফলন ঘটবে বলে বিশ্বাস করেন দলের এই ত্যাগী ও ডাইনামিক নেতা ।