যশোরে ডাকাতি প্রস্তুতিকালে সক্রিয় তিন ডাকাত সদস্য চাপাতি হাসুয়াসহ গ্রেফতারের ঘটনায় মামলা

0
265

বিশেষ প্রতিনিধি : গভীর রাতে ডাকাতি প্রস্তুতির অভিযোগে পুলিশ ডাকাত গ্রুপের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের দখল হতে একটি চাপাতি দু’টি হাসুয়া উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের পুর্ব বারান্দীপাড়া কবরস্থান রোডের শামীম শেখ এর ছেলে শরীফ শেখ,বারান্দী মোল্লাপাড়া আমতলা টাওয়ার মোড়ের খলিল শিকদারের ছেলে মেহেদী হাসান সজিব ও পূর্ব বারান্দীপাড়া কবরস্থান রোড বাসা নং ৭৮৬ এর শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাবু। এসময় তাদের সহযোগী পূর্ব বারান্দীপাড়ার আব্দুল্লাহর ছেলে রাশেদুল,বারান্দীপাড়া ফুলতলার আহম্মদ আলী বিশ্বাসের ছেলে রিপন হোসেন,সদর উপজেলার রাজার হাট কচুয়ার সিরাজুল ইসলামের ছেলে রনি হোসেন,শহরের বকচরের আব্দুল মজিদের ছেলে হাফিজুর রহমান ওরফে হাফিজ,চাঁচড়ার কাশেমের ছেলে শরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪/৫জন ডাকাত সদস্য পালিয়ে যায়।
যশোর সদর পুলিশ ফাঁড়ির এএসআই মহসিন আলী বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় রোববার ভোর রাতে দায়েরকৃত এজাহারে বলেছেন,তিনি ওই দিন রাতে মাদক ওয়ারেন্ট তামিলের জন্য ডিউটি করাকালিন সময় গোপন সূত্রে খবর পান শহরের নাজির শংকরপুর জনৈক বাবু মিয়ার বাড়ির দক্ষিণে রতন মিয়ার মেহগুনি বাগানের মধ্যে একদল ডাকাত ডাকাতি প্রস্তুতি গ্রহনের জন্য সমাবেত হয়েছে।উক্ত সংবাদের ভিত্তিতে রাত ১টা ৪০ মিনিটে উক্ত মেহগুনি বাগানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ডাকাত সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় শরীফ শেখকে একটি চাপাতি,মেহেদী হাসান সজিবকে একটি হাসুয়া ও মেহেদী হাসান বাবুকে একটি হাসুয়াসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মাধ্যমে পলাতক আসামীদের নাম সংগ্রহ করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।