যশোরে ডিবি পুলিশের হাতে হেরোইন ও ফেনসিডিলসহ আটক দু’যুবকের বিরুদ্ধে মামলা

0
272

বিশেষ প্রতিনিধি : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে একশ’ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।আসামীরা হচ্ছে,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া খান পাড়া গ্রামের দিপু আলী খানের ছেলে ইব্রাহিম হোসেন খান ওরফে সাকিব ও যশোর সদর উপজেলার বড় হৈবতপুর উত্তর পাড়া গ্রামের জাকিরের ছেলে রাসেল।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানাগেছে,শনিবার ৪ এপ্রিল রাত পৌনে ১২ টায় গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র একটি টিম সদর উপজেলার সমসপুর গ্রামস্থ কানাগেট রেল লাইনের পশ্চিম পার্শ্বে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সাকিব ও রাসেল দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে সাকিবের প্যান্টের পকেটে থাকা ১শ’ গ্রাম হেরোইন ও রাসেলের দখলে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাদেরকে রোববার বিকেলে আদালতে সোপর্দ করে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে।#