যশোরে থানা গুলিতে খোলামেলা ঘুষ বাণিজ্য বন্ধ হলেও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খাতে জনগনকে বকশিস গুনতে হচ্ছে

0
373

এম আর রকি : যশোরে থানা গুলিতে খোলামেলা ঘুষ বাণিজ্য বন্ধ হলেও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার নামে বকশিস আদায় এখনও বন্ধ হয়নি। বিশেষ প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে থানা গুলিতে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ কর্তা ও সদস্যরা বকশিস দাবি করেন। না দিলে উল্টো হয়রানী পর্যন্ত করতে দ্বিধাবোধ করেন না বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন অভিযোগে জানাগেছে,খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিত উদ্দিন যোগদান করার পর রেঞ্জে কর্মরত পুলিশের কর্তা থেকে শুরু করে কর্মচারী সকলে এখন আর খোলা মেলা ঘুষ বাণিজ্য বন্ধ করে দিয়েছেন। তবে যারা ঘুষ খান তারা যেভাবেই হোক কৌশল নিয়ে খেতে থাকবেন। যশোর জেলায় কর্মরত যে সব পুলিশ কর্তারা গত বছরের শুরু থেকে যে পরিমানে ঘুষ বাণিজ্যে লিপ্ত ছিল তারা এখন চরম সর্তকতার মধ্যে অবস্থান করছেন। কৌশল নিয়ে ঘুষ বাণিজ্যে চালিয়ে যাচ্ছেন। তাদেরকে ধরতে হলে যারা ঘুষ দিচ্ছেন তাদের সহযোগীতা ছাড়া কোন উপায় নেই। পুলিশের ঘুষের খাতের মধ্যে ধর পাকড় বাণিজ্য অন্যতম। যাকেতাকে ধর পাকড় করা আবার তাকে বিভিন্ন মামলায় চালান দেওয়ার ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ হিসেবে অর্থ আদায় করা। বর্তমানে যশোর জেলায় এই বাণিজ্য একেবারে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যেও যারা এই অভ্যাসের সাথে পরিচিত তারা সুযোগ পেলে কৌশল নিয়ে চালাতে পিছুপা হন না। তবে আগের মতো খোলা মেলা ভাবে ঘুষ বাণিজ্য পুলিশ বন্ধ করে দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করেছেন,যশোরে যে ক’টি থানা রয়েছে। থানা গুলি সম্পূর্ন শতভাগ অবৈধ লেনদেন থেকে বিরত নাই। তার কারণ হিসেবে শোনা গেছে,থানায় এখনও জিডিই করতে গেলে নূন্যতম ১শ’ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত লাগে। এমন ধারনা নিয়ে অনেক পুলিশ কর্তা এই খাত থেকে প্রতিমাসে হাজার হাজার টাকা পকেটস্থ করছেন। তাছাড়া, ওয়ারেন্ট বাণিজ্য কোতয়ালি মডেল থানায় বর্তমানে শতভাগ বন্ধ হয়ে গেছে। যা ইতিপূর্বে হরহামেশায় বেচাকেনার খবর কাহারও অজানা নয়। আস্তে আস্তে পুলিশের ঘুষ বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম দাঁড়ালে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে গেলে পুলিশকে বকশিস দিতে বাধ্য করা হচ্ছে এমন অভিযোগ তুলেছেন কিছু ভূক্তভোগী। বকশিষ না দিলে তাদেরকে বিভিন্নভাবে হয়রানীর মুখোমুখী হতে হয়। যশোর জেলায় ৮টি থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা ব্যক্তিদের বিভিন্নভাবে টাকা গুনতে হচ্ছে। সরকারি কোষাগারে চালানের মাধ্যমে টাকা দেওয়ার পরও থানায় কর্মরত ওই দায়িত্বে থাকা কর্মকর্তা ও সদস্যকে টাকা গুনতে হয়। টাকা না দিলে বিভিন্ন অজুহাত দেখানো হয় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা ব্যক্তিদের।