যশোরে দুই প্রতারক আটক

0
520

বিশেষ প্রতিনিধি : অভিনব কৌশলে নকল সোনা আসল হিসেবে চালিয়ে দিয়ে দুই গৃহবধুর কাছ থেকে নগদ টাকা স্বর্ণালংকর নিয়ে পালানোর চেষ্টার কালে স্থানীয় জনগণের সহায়তায় দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার ডুমদিয়া পশ্চিম পাড়ার মন্টু সরদারের ছেলে আনারুল সরদার ও যশোরের ঝিকরগাছা উপজেলার পায়রা ডাঙ্গা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শিমুল হোসেন। এদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত নারানপুর গ্রামের মৃত আব্দুল রশিদের স্ত্রী মোছাঃ নবিছন বেগম জানান,বুধবার সকালে বেনাপোল থেকে ট্রেনযোগে যশোর রেলষ্টেশনে আসে। তার সাথে মেয়ে মোছাঃ আসমাউল হুসনা ছিল। তারা রেলষ্টেশন থেকে পায়ে হেঁটে শহরের দিকে আসার সময় রেলষ্টেশনের অদূরে মাইক্রোবাসস্ট্যান্ডের কাছে আসলে এক ব্যক্তি তাদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ফেলে দিয়ে কাগজের এক টুকরো তোলে। এমন ভাবে তোলে তার পিছনে থাকা নারী পুরুষের চোখে পড়ে। প্রতারক চক্র ব্যরিকেট দিয়ে পাওয়া কাগজের টুকরো খুলে একটি চিঠি পড়তে শুরু করে। চিঠিতে লেখা রয়েছে কলকাতার আসল সোনার একটি চকলেট সাইজের। নবিছন বেগম ও তার মেয়ে আসমাউল হুসনাকে আকর্ষন সৃষ্টি করে। পরে স্বর্ণ বিক্রি করার কথা বলে নগদ সাড়ে ৩ হাজার টাকা ও ৪ আনা ওজনের স্বর্ণের দুল কৌশলে নিয়ে নকল স্বর্ণের চকলেটটি দেয়। চক্রের অপর সদস্য ঝিকরগাছা উপজেলার গোপিনাথপুর গ্রামের দুলাল হোসেনের স্ত্রী জোবেদা খাতুনকে যশোর সার্কিট হাউজের সামনে একই কায়দায় আর্কষন সৃষ্টি করে নগদ সাড়ে ৩ হাজার টাকা ও স্বর্ণের আংটি নিয়ে সটকে পড়ার চেষ্টার এক পর্যায় স্থানীয় জনগণ দেখে প্রতারক চক্রের দুই সদস্যকে ধরে ফেলে। পরে তাদেরকে মারপিট পূর্বক থানায় খবর দেয়। থানা থেকে পুলিশ যেয়ে প্রতারক দ্’ুজনকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here