যশোর কোতয়ালি মডেল থানায় শহীদ আব্দুস ছালাম মেস্ উদ্বোধন

0
446

বিশেষ প্রতিনিধি : বুধবার দুপুরে জেলার র্শীষ থানা কোতয়ালি মডেল থানায় কর্মরত পুলিশ কর্তা ও সদস্যদের জন্য শহীদ আব্দুস ছালাম মেস্ উদ্বোধন করা হয়েছে। কনস্টেবল নং ১৪৩৯ শহীদ আব্দুস ছালাম খন্দকার স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন। মেস্ উদ্ধোধন অনুষ্ঠানে যশোরের পুলিশ সুপার মঈনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসানের আয়োজনে কোতয়ালি মডেল থানার ভিতরে শহীদদের স্মৃতিস্তম্ভের কাছে আব্দুস ছালাম মেস্ উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার,কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত )সমীর কুমার সরকার,পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোহাম্মদ সামসুদ্দোহা,পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং) সুমন ভক্তসহ কোতয়ালি মডেল থানায় কর্মরত এসআই,এএসআই ও পুলিশ কনস্টেবলদ্বয় উপস্থিত ছিলেন। অপূর্ব হাসান কোতয়ালি থানায় এসআই হিসেবে দায়িত্ব পালনকালে থানার অভ্যন্তরে এসআইদের কোয়ার্টারের পাশে স্বাধীনতা যুদ্ধের সময় দেশ স্বাধীন করতে গিয়ে অত্র থানায় দায়িত্ব পালনকালে পাক হানাদের হাতে তৎকালীন সময় যারা শহীদ হন। তাদের নাম সংগ্রহ করে শহীদ স্মৃতিস্তম্ভ তৈরী করেন। শহীদদের স্মরনে স্মৃতিস্তম্ভ তৈরী কালে অফিসার ইনচার্জ হিসেবে আব্দুল কাদের বেগ দায়িত্বে ছিলেন। অপূর্ব হাসান নতুন কিছু সৃষ্টি করে থাকেন বলে সূত্রগুলো জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here