যশোরে নতুন করে থানা স্বাস্থ্য কর্মকর্তা,সেবিকাসহ নতুন করে ১১জন করোনায় আক্রান্ত মোট আক্রান্ত ১শ’ ৪২জন সুস্থ্য হয়েছেন ৯৬জন

0
405

এম আর রকি : যশোরে করোনা ভাইরাসে একজন চিকিৎসক ও একজন সেবিকাসহ নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে যশোর অভয়নগর উপজেলা টিএইচএ থানা স্বাস্থ্য কর্মকর্তা,উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান, যশোর জেনারেল হাসপাতালের সেবিকা রয়েছে। এ নিয়ে যশোর জেলায় এ যাবত ১শ’ ৪২ জনের শরীরে করোনা সনাক্ত হলেও ৯৬ জন সুস্থ্য হয়ে ছাড়পত্র গ্রহন করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ। তিনি আরো জানান,রোববার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৭৪ জন করোনা সংক্রান্ত রিপোর্ট প্রেরণ করা হয়। এর মধ্যে ১১ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এর মধ্যে যশোরের অভয়নগর উপজেলা এলাকায় ৭ ও যশোর সদর উপজেলায় ৪ জন রয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে,অভয়নগর উপজেলা এলাকায় ৭ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) (৩৬),স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান (৩৩) ছাড়াও, পুরুষ (৩৮), পুরুষ (৩৩),মহিলা (৩৮),মহিলা (১৩) ও পুরুষ (২৩) বছর বয়স রোগী রয়েছে। অপরদিকে,যশোর সদর উপজেলায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সেবিকা (৩১),পুরুষ (২৯),পুরুষ (৫০) ও পুরুষ (৩০) রয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে, যশোর জেলায় রোববার পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩শ’ ৭৭টি রিপোর্ট পেন্ডিং রয়েছে। সোমবার ৮ জুন যশোর জেলা থেকে নতুন ৯৪ ও ফলোআপ ৩টি মোট ৯৭টি স্যাম্পুল সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে।