যশোরে মাদক বিক্রি নিষেধ করায় সন্ত্রাসীদের হাতে যুবক জখম ও টাকা লুটের ঘটনায় মামলা

0
323

বিশেষ প্রতিনিধি : মাদক বেচাকেনা করতে নিষেধ করায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে দুই যুবককে গতিরোধ করে এলোপাতাড়ী মারপিট করে তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা কেড়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার মথুরাপুর ব্রীজের সামনে রোববার ৭ জুন সকালে।
সদর উপজেলার তীরেরহাট গ্রামের মৃত আক্কাস আলী সরদারের ছেলে মিন্টু হোসেন বাদি হয়ে মাদক বিক্রেতা ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫জনের নামে মামলা দায়ের করেন। আসামীরা হচ্ছে, সদর উপজেলার মথুরা পুর গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে জহির উদ্দিন,শফিয়ার রহমানের ছেলে বিপুল হোসেন,বদর উদ্দিনের ছেলে রবি,রবির ছেলে জাহিদ,সরোয়ার ওরফে সরোরে ছলে ইয়াছিন,বাকার ছেলে আজিজুল ইসলাম, জহির উদ্দিনের ছেলে ইমন,আকরাম হোসেনের ছেলে রিয়াদুলসহ অজ্ঞাতনামা ৪/৫জন। এজাহারে উল্লেখ করা হয়,আসামীরা এলাকায় মাদক বিক্রিসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ায়। মিন্টু হোসেনের ভাইপো আনোয়ার হোসেন আনু প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রেতারা সুযোগ খুঁছতে থাকে। গত রোববার ৭ জুন সকালে ভাই আকরাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন আনু ও নজরুল ইসলামের ছেলে নুরনবী বাইসাইকেল যোগে সাতমাইল বাজার হতে বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১০ টায় মথুরাপুর ব্রীজের সামনে পাকা রাস্তার উপর পৌছালে উক্ত আসামীরা তাদের গতিরোধ করে। এ সময় বিপুল হোসেনের হুকুমে জহির উদ্দিনসহ অন্যান্যরা রড ও বাঁশ এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী আঘাত করে। নু রনবী হোসেন ঠেকাতে এলে তাকে মারপিট করে। গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেন আনুকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।