যশোরে নববর্ষের আমন্ত্রণপত্র তৈরিতে ৩ সংগঠন পুরস্কৃত, শোভাযাত্রায় সেরা নন্দন যশোর

0
539

বিশেষ প্রতিনিধি : সৃষ্টিশীলতার অনুমপ নিদর্শন যশোরের বৈশাখী উৎসব আয়োজনের অন্যতম অনুষঙ্গ নববর্ষের আমন্ত্রণপত্র- তৈরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৩ সাংস্কৃতিক সংগঠনের মাঝে সোমবার দুপুরে পুরস্কার বিতরণ করা হয়েছে। সংগঠন ৩টি হলো শেকড়, ভৈরব ও বিবর্তন যশোর। প্রেসক্লাব যশোর কর্তৃপক্ষ এ পুরস্কার প্রদান করে। এছাড়া বর্ণাঢ্য সাজে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়ায় নন্দন যশোরকে পুরস্কৃত করা হয়। প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব সম্পাদক এসএম তৌহিদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, মীর মোশাররফ হোসেন বাবু।
অতিথিদের কাছ থেকে শেকড় যশোরের পক্ষে পুরস্কারের অর্থ ৫ হাজার টাকা ও স্মারক গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, ভৈরব যশোরের পক্ষে পুরস্কারের অর্থ ৩ হাজার টাকা ও স্মারক গ্রহণ করেন সংগঠনের সভাপতি সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক খাদিজা ইসলাম তন্বী এবং বিবর্তন যশোরের পক্ষে পুরস্কারের অর্থ ২ হাজার টাকা ও স্মারক গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রণি। উল্লেখ্য, প্রতিবছরই যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের শৈল্পিক মনের দৃষ্টিনন্দন ব্যতিক্রমী নিমন্ত্রণপত্রে আমন্ত্রণ জানায় অতিথিদের। হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতির ঐতিহ্য নবপ্রজন্মের কাছে তুলে ধরতে কে কাকে ছাড়িয়ে যাবে এ যেন এক আবেগময় প্রতিযোগিতা। মাটির টানে ফিরে যেতে দেশীয় নানা উপকরণের সংমিশ্রণে আবহমান গ্রাম বাংলার চিরাতয় দৃশ্যের শৈল্পিক উপস্থাপনার এ আমন্ত্রণপত্র যশোরসহ দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here