যশোরে নাতী খুনের সাথে জড়িত নানী রিমান্ডে

0
302

বিশেষ প্রতিনিধি : কলেজ শিক্ষার্থী পল্লব দত্ত ওরফে শ্রাবন খুনের সাথে পরোক্ষ জড়িত এজাহার নামীয় আসামী সাদিয়া সুলতানা কে মামলার তদন্তকারী কর্মকর্তা ২ দিনের রিমান্ডে নিয়েছে। আদালতের নির্দেশে তাকে কোতয়ালি মডেল থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। সাদিয়া সুলতানা যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের আজিজুর রহমানের স্ত্রী। নাতী আরিফ আহমেদ অপূর্ব ও তার বন্ধু মারুফ আহমেদ ইশানের হাতে পল্লব দত্ত ওরফে শ্রাবনকে শ^াসরোধ করে হত্যা পরে নিশ্চিত করতে জবাই করে হত্যাকান্ড ঘটিয়ে লাশ গুমেনর উদ্দেশ্যে মাটিতে পুতে রাখার প্ররোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় সাদিয়া সুলতানাকে পুলিশ গ্রেফতার করে। গত ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১ টা হতে দুপুর ২ টায় পল্লব দত্ত ওরফে শ্রাবনকে হত্যা করে দুই বন্ধু অপূর্ব ও ইশান। হত্যাকান্ডের প্রায় এক মাসের মাথায় পল্লব দত্ত ওরফে শ্রাবনের ল্যাপটপ,মোবাইল উদ্ধারের ঘটনায় খুনী দুই বন্ধুকে সনাক্ত করেন। তাদেরকে ও অপূর্বর নানী সাদিয়া সুলতানাকে আটক পূর্বক আদালতে হাজির করলে নাতী অপূর্ব শ্রাবন হত্যাকান্ডের বর্ণণা দিয়ে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করেন। ইশান ও সাদিয়া সুলতানা জবানবন্দি না দেওয়ায় তাদেরকে রিমান্ডের জন্য আবেদন জানান। রিমান্ডের আবেদন শুনানীর এক পর্যায় সাদিয়া সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার সাদিয়া সুলতানাকে কোতয়ালি মডেল থানা হাজতে রাখা হয়েছে বলে ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছেন।