যশোরে নারীপুরুষ ও শিশুসহ ৯ রোহিঙ্গা পুলিশের হেফাজতে

0
383

বিশেষ প্রতিনিধি: মায়ানমার থেকে নির্যাতনের মুখে পরিবার পরিজন নিয়ে পালিয়ে এসে দালালের খপ্পড়ে পড়ে ৩ রোহিঙ্গা ও তার পরিবারের ৬ সদস্য পুলিশের হাতে ধরা পড়েছে। এরা হচ্ছে, বার্মার পানিঙ্গাছড়ি গ্রামের ইমাম শরীফের ছেলে তফুর আলম,স্ত্রী মুর্শিদা বেগম,ছেলে সাইফুল,রিয়াজুল ইসলাম,সহিদুল ইসলাম,মেয়ে ইয়াসমিন আক্তার,তাসমিন আক্তার,তার ভাই সাকিবের স্ত্রী জান্নাতয়ারা ও তারা ছেলে আমিদুল ইসলাম।
কোতয়ালি থানার এসআই জাহিদুর রহমান জানান, বুধবার দুপুরে তিনি খবর পান যশোর মনিহার বাসস্ট্যান্ড এলাকার সৌদিয়া পরিবহন কাউন্টারে বার্মায় নির্যাতনের মুখে চলে আসা রোহিঙ্গারা অবস্থান করছে। উক্ত খবরের ভিত্তিতে উক্ত পরিবহন কাউন্টার থেকে উল্লেখিত নারী পুরুষ ও তাদের শিশু সন্তানদের উদ্ধার করেন। তিনি আরো জানান,রোহিঙ্গারা দালালের খপ্পড়ে পড়ে বাংলাদেশের কক্সবাজার এলাকার রোহিঙ্গা ক্যাম্পে আসার জন্য বার্মা সিমান্ত পার হওয়ার এক দালালের খপ্পড়ে পড়েন। দালাল তার কাছ থেকে ১৭ হাজার টাকার চুক্তিতে কক্সবাজার এলাকায় নিয়ে যাওয়ার কথা বলে যশোর আনেন। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান,উদ্ধারকৃত রোহিঙ্গাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here