যশোরে স্কুলের ল্যাপটপ ও প্রজেক্টর আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি সেলিম রেজা গ্রেফতার

0
423

বিশেষ প্রতিনিধি: সদর উপজেলার মেঘরা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজা কর্তৃক সরকারী ল্যাপটপ ও প্রজেক্টরসহ ৮০ হাজার টাকা মালামাল আত্মসাত ও প্রধান শিক্ষককে লাঞ্চিত অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সেলিম রেজাকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলা তেঘরিয়া নতুন হাট গ্রামের মৃত আব্দুল মাজিদের ছেলে।
সদর উপজেলা করিচিয়া গ্রামের মৃত মাতুব্বর মোল্যার ছেলে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী সরকারী ৮০ হাজার মূল্যের ল্যাপটপ ও প্রজেক্টর ফেরত চায় সেলিম রেজার কাছে। ১ বছর ৬ মাস পূর্বে উক্ত সেলিম রেজা ম্যানেজিং কমিটির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সরকারী অনুদান কৃত মালামাল ফেরত চাওয়াকে কেন্দ্র করে গত ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় সেলিম রেজাসহ অজ্ঞাতনামা ৩/৪জন উক্ত বিদ্যালয় যায়। সরকারী মালামাল ফেরত দেওয়ার প্রলোভন দিয়ে উক্ত বিদ্যালয়ে অন্যান্য শিক্ষকদের সামনে প্রধান শিক্ষক আকবর আলীকে জানিয়ে দেয় উক্ত মালামাল ফেরত দিবে না। এই বলে মারপিট পূর্বক প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর কোতয়ালি মডেল থানার এসআই অরুন কুমার প্রতারক সেলিম রেজাকে গ্রেফতার করে। বুধবার সেলিম রেজাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here