যশোরে নিয়োগ বিধি উপেক্ষা ও তথ্য গোপন করে পরিবার পরিকল্পনার অধিনে স্থায়ী স্থান ভিত্তিক কর্মী নিয়োগের তথ্য ফাঁস

0
397

এম আর রকি : জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্থায়ী স্থানভিত্তিক কর্মী নিয়োগে ঘাপলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা না হয়েও সম্পূর্ণ ভূয়া ঠিকানা জানার পরও এক নারীকে নিয়োগ অভিযোগৃ পাওয়া গেছে। এক্ষেত্রে মোটা অংকের উৎকোচের লেনদেন থাকাতে পারে আশংকা প্রকাশ করেছে অন্যান্য প্রার্থীরা। ঘটনাটি যশোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের।
যশোর উপশহর ই ব্লক বাসা নং ৭৮ এর বাসিন্দা মফিজুর রহমান ও একই ব্লকের ১৩৭ নং বাসার আব্দুল আজিজ অভিযোগ করেন, গত বছরের জুলাই মাসে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষনা দেওয়া হয় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় যশোর-এ কিছু স্থায়ী স্থানভিত্তিক কর্মী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে পরীক্ষার জন্য মফিজুর রহমানের মেয়ে শারমিন নাহার ও আব্দুল আজিজের পূত্রবধূ হাফিজা খাতুন প্রস্তুতি গ্রহন করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় শারমিন নাহার, হাফিজা খাতুন উপশহর ৭নং সেক্টরের ৩ নং ওয়ার্ড থেকে মেধানুযায়ী নির্বাচিত হন। এই দু’জনের আগে পরীক্ষার ফলাফলে যশোর বাঘারপাড়া উপজেলার রাজাপুর খাজুরা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে জিনিয়া সুলতানা মেধা অনুযায়ী প্রথম হন। তার পরও তিনি ৫ নং উপশহর ইউনিয়ন পরিষদের অধীনে স্থায়ী বাসিন্দা নন। তবে খোঁজ নিয়ে জানাগেছে, জিনিয়া সুলতানা বিবাহ’র সূত্রধরে যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের বাসিন্দা হিসেবে স্মার্ট কার্ড রয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় কোনভাবে ঠিকানা গোপন করা যাবেনা। ঠিকানা গোপন করে জিনিয়া সুলতানা সরকারী চাকুরীতে যোগদান করে চাকুরী নিয়োগ বিধি লঙ্ঘন করেছে। শুধু তাই নয় জিনিয়া সুলতানা চাকুরীর আবেদনে তার ঠিকানা দিয়েছে নতুন উপশহর সেক্টর নং ৭,ব্লক ই/এফ । এ ব্যাপারে শারমিন নাহার ও মোছাঃ হাফিজা খাতুন গত ১৫ নভেম্বর যশোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর চাকুরী বিধি লঙ্ঘন করে ঠিকানা গোপন করে চাকুরী প্রাপ্তি জিনিয়া সুলতানার ব্যাপারে লিখিত অভিযোগ করেন। উক্ত কার্যালয় থেকে তাদের আবেদন লিখিতভাবে গ্রহন করেন। তার পরও জিনিয়া সুলতানা স্থায়ী স্থানভিত্তিক কর্মী নিয়োগ চুড়ান্তভাবে পাওয়ায় পরীক্ষায় অংশগ্রহনকারী উত্তীর্ণ যোগ্যতা সম্পন্ন প্রার্থীসহ অন্যান্যরা হতবাক হয়ে পড়েন। তারা অবিলম্বে সঠিক তথ্য গোপন করে সরকারী চাকুরী প্রাপ্তী জিনিয়া সুলতানার নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন। সূত্রগুলো জানিয়েছেন, জিনিয়া সুলতানার পরিবারের সাথে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত জনৈক নারীর যোগাযোগ রয়েছে। উক্ত নারীর মাধ্যমে মোটা অংকের উৎকোচের বিনিময়ে জিনিয়া সুলতানা ভূয়া ঠিকানা দিয়েও চাকুরী পান। অবিলম্বে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য ইতিপূর্বে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তর গুলিতে শারমিন নাহার ও হাফিজা খাতুন অভিযোগ দায়ের করেন। জিনিয়া সুলতানার উপশহর ইউনিয়ন পরিষদের বাসিন্দার ব্যাপারে চেয়ারম্যানের প্রত্যায়ন পত্রকে নিয়োগ কমিটি প্রাধান্য দিয়েছে। তবে সর্বশেষ খোঁজ নিয়ে জানাগেছে,জিনিয়া সুলতানা উপশহর ৭ নং সেক্টরের এক আত্মীয়র বাড়ির ঠিকানা ব্যবহার করে উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নাগরিক সনদ পত্র গ্রহন করেছেন। অবিলম্বে সরকারী চাকুরী বিধি বাস্তবায়নে জিনিয়া সুলতানার নিয়োগের ব্যাপারে সঠিক তদন্ত দাবি করেছেন ওই পদে অংশগ্রহনকারী পরীক্ষার্থীসহ তাদের অভিভাবকগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here