যশোরে নুরপুরে যুবক খুনের ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে মায়ের মামলা ॥ হত্যার ক্লু উদঘাট হয়নি

0
353

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার দক্ষিণ নুরপুর গ্রামে ভাড়াটিয়া যুবক দায়িনুল ইসলাম (১৯) হত্যাকান্ডে পুলিশ কূল কিনারা করতে পারছেনা। এদিকে নিহত যুবকের মাতা মিরা জাহান বাদি হয়ে ওই এলাকার তিন যুবকের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে। মামলার আসামীরা হচ্ছে, সদর উপজেলার নুরপুর দক্ষিণপাড়ার ইব্রাহীমের ছেলে বাপ্পী, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে আল- আমিন ওরফে জীবন নতুন খয়েরতলা হাটি কালচার এর ভিতরে মুশফিকসহ অজ্ঞাতনামা ১/২জন।
যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের আব্দুল মালেকের স্ত্রী মিরা জাহান শনিবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছেলে দায়িনুল ইসলাম যশোর সদর হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড ওয়ার্ড বয় চাকুরী করতো। সে বিগত ৬ মাস যাবত যশোর সদর উপজেলার নুরপুর দক্ষিণ পাড়ার ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত দবির উদ্দিনের সেমি পাকা টিনসেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। গত ৯আগষ্ট বৃহস্পতিবার দুপুরে মিরা জাহান তার ছেলের ভাড়া বাড়িতে বেড়াতে যায়। সেখান থেবে বাড়িতে আসার পর রাত ১০ টায় দায়িনুল ইসলামের মোবাইল ফোনে ফোন করলে বন্ধ পাই। পরবর্তীতে আত্মীয়স্বজনদের কাছে খোঁজ খবর নিতে থাকে। শনিবার ১১ আগষ্ট বিকেলে তার এ ভাগ্নে মোবাইল ফোনে জানান, দায়িনুল ইসলামের মরদেহ উক্ত বাড়িতে গলিত অবস্থায় রয়েছে। বিকেলে ছুটে এসে দেখতে পান তার ছেলের লাশ। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন করেছে। মিরা জাহান আরো জানান,স্থানীয়ভাবে আলোচনা করে জানতে পারেন উক্ত আসামীরা প্রায় সময় তার ছেলের ভাড়া বাড়িতে আসা যাওয়া করতো। উক্ত আসামী ছাড়াও তাদের অজ্ঞাতনামা আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে দায়িনুল ইসলামকে হত্যা করে ঘরের মধ্যে রেখে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হত্যাকান্ডের ক্লু উদঘাটন করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই শাহজুল ইসলাম জানান, দায়িনুল ইসলাম হত্যাকান্ডে কোন ক্লু উদঘাটন ও হত্যাকান্ডের জড়িত কেউ গ্রেফতার হয়নি। তবে আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here