যশোরে সন্ধ্যারাতে অফিসে ঢুকে ছুরি মেরে টাকা মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা

0
359

বিশেষ প্রতিনিধি : শুক্রবার রাতে শহরের নতুন উপশহর এলাকার রুমি এন্টার প্রাইজের ম্যানেজারকে ছুরি মেরে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুই আসামীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার নতুন উপশহর ইউনিয়ন পরিষদের পিছনে নজরুল ইসলাম ওরফে ঝন্টু চৌকিদারের ছেলে অন্তর নতুন উপশহরের উজ্জল সরদার (মঈন) এর ছেলে পলাশসহ অজ্ঞাতনামা ২/৩জন।
নতুন উপশহর সেক্টর ১২ বাসা নং ১৬ এর কাজী মোক্তার হোসেনের ছেলে কাজী কামরুজ্জামান বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার মানসী সিনেমা হলের পাশে রুমি এন্টার প্রাইজ নামক ইজিবাইকের শো’রুম রয়েছে। বাদির বাড়ীর দোতলায় অফিস কক্ষ। উক্ত কক্ষে একাউন্ট ম্যানেজার যশোর শহরের পুরাতন কসবা কাঠালতলা মসজিদের পাশে মফিজুল ইসলাম ওরফে মিন্টুর ছেলে নুর ইসলাম সেতু হিসাব নিকাশের কাজ করছিল। আসামী অন্তর ৪ মাস পূর্বে উক্ত প্রতিষ্ঠানে কাজ করতো। সে উক্ত প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে অগ্রীম ২০ হাজার টাকা নেয়। পরবর্তীতে কাজ ছেড়ে দেয়। উক্ত পাওনা টাকার জন্য সেতু প্রায় তাকে তাগিদ দিতো। শুক্রবার সন্ধ্যারাতে অন্তর উক্ত অফিসে এসে তার পাওনা টাকার খাতা বের করতে বলে সেতুকে। এই সুযোগে সেতুর গলায় চাকু ধরে অন্তরসহ সহযোগী পলাশ এবং অজ্ঞাতনামা দূর্বৃত্তরা সেতুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ড্রয়ারের মধ্যে থাকা নগদ ১ লাখ ২৫ হাজার টাকা দু’টি মোবাইল ফোনসহ ১লাখ ৫৬ হাজার টাকার মালামাল নিয়ে নির্বিঘেœ চলে যায়। গুরুতর আহত অবস্থায় সেতুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here