যশোরে পাট বিক্রির কথা বলে বাপবেটার কাছ থেকে পাঁচ লাখ টাকা লুটের ঘটনায় মামলা

0
411

বিশেষ প্রতিনিধি : পাট বিক্রির নামে একটি প্রতারক চক্রের কবলে পরে বাপ বেটা নগদ পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেলাত দৌলতপুর গ্রামের মৃত তফজেল বিশ্বাসের ছেলে আনছার আলী বাদি হয়ে শুক্রবার কোতয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা দু’জন ব্যক্তির মোবাইল ফোন নাম্বার উল্লেখ করেছেন।
আনছার আলী তার দায়েরকৃত এজাহারে বলেছেন,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার গোড়ায় মসজিদ রোডের পূর্ব পাশে মেসার্স তৃপ্তি ট্রেডার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি উক্ত প্রতিষ্ঠানে ভূষি মালের ব্যবসা করে। বিগত ১৫/২০ দিন পূর্ব হতে অজ্ঞাত নামা দুই ব্যক্তি তার প্রতিষ্ঠানে গিয়ে চারশ’ মন পাট বিক্রির কথা বলে। মন প্রতি ১২৭৫ টাকা দরে পাট বিক্রির কথা বলে আনছার আলীকে ৫লাখ টাকা আনতে বলে। গত ২৫ ফেব্রুয়ারী আনছার আলী ও তার ছেলে ফিরোজ আহমেদ ওরফে বাবলু একটি ব্যাগে করে ৫লাখ টাকা নিয়ে যশোর আসে। এরই মাঝে উক্ত দুই ব্যক্তি ওই দিন দুপুর ১২ টায় চুড়ামনকাটি বাজার যাত্রী ছাউনীর সামনে বাস থেকে নামার সাথে সাথে উক্ত দুই ব্যক্তি আনছার আলী ও তার ছেলের কাছে থাকা ৫লাখ টাকার ব্যাগ নিয়ে দ্রুত দৌড়ে পালাতে থাকে। বাপ বেটা চিৎকার দিয়েও তাদের ধরতে ও সন্ধ্যান করতে পারেনি। এ ঘটনায় শুক্রবার কোতয়ালি মডেল থানায় মামলা রুজু করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here