যশোরে পুলিশের অভিযান ১২শ’ ২১ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১

0
361

বিশেষ প্রতিনিধি : সদর ফাঁড়ি,ডিবি ও কসবা ফাঁড়ি পুলিশ আলাদা অভিযান চালিয়ে ১ হাজার ২শ’ ২১ পিস ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় ফেনসিডিল বিক্রেতা ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেছে। সে সদর উপজেলার ক্ষিতিবদিয়া গ্রামের জয়নাল মন্ডলের ছেলে ইয়াছিন আরাফাতের ছেলে। অপরদিকে, সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই ভোলানাথ দাস জানান, শনিবার বিকেল সাড়ে ৫টায় রহেলাপুর গ্রামে শামীম হোসেনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতরা হচ্ছে, বাসা নং হোল্ডিং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে চৌগাছা রোডের আব্দুল পুর বাজারস্থ জনৈক শাহাদৎ এর মার্কের সামনে পৌছালে উক্ত ভবনের সামনে থেকে ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধাার করে। অপরদিকে,সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা শনিবার বিকেল সাড়ে ৫ টায় সদর উপজেলার রহেলা পুর গ্রামের শামীম হোসেনের বাড়ির উঠানে ইয়াবা বেচাকেনার অভিযোগে দু’জনকে গ্রেফতার করে। এরা হচ্ছে,সদর উপজেলার রহেলাপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে শামীম ও বাসা নং হোল্ডিং নং৩৩০/৩ এ ব্লকের বাড়ির মালিক মনসুর আলী বিশ^াসের মালিক জহুরুল ইসলামকে গ্রেফতার করে। হাতে থাকা ব্যাগের মধ্যে তল্লাশী চালিয়ে ১২শ’ পিস ইয়াবা উদ্ধা করে। এছাড়া, পুরাতন কসবা ফাঁড়ীর কর্মকর্তাগন শনিবার গভীর রাত পৌনে ১২ টায় শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলাম পট্টিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে তুরান মোল্যা নামে এক যুবককে ২১পিস ইয়াবা উদ্ধার করে। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের ওমর মোল্যার ছেলে। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।