যশোরে পুলিশ পরিচয়ে মাদক ব্যবসার অভিযোগে যুবক গ্রেফতার ॥ হ্যান্ডকাপ ও পুলিশের ব্যাগ উদ্ধার

0
316

বিশেষ প্রতিনিধি : পুলিশের হ্যান্ডকাপ,পুলিশের পিঠে ঝুলানো ব্যাগ ও মোটর সাইকেলে পুলিশ লিখে ফেনসিডিলের চালানসহ ইয়াসিন আরাফাত (২৫) নামে এক যুবকজে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে। শনিবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজারস্থ জনৈক শাহাদৎ এর মার্কেরে সামনে তাকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মারুফ আহমেদ জানান,শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পান এক লোক নিজেকে পুলিশ দাবি করে মোটর সাইকেলে পুলিশ লিখে,মাজায় হাতকড়া ও পুলিশ লেখা একটি ব্যাগ পিঠে ঝুলিয়ে নিজেকে পুলিশ দাবি করে ফেনসিডিল বহনের কাছে লিপ্ত । উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই সোলায়মান আক্কাসসহ একদল পুলিশ শনিবার ২৮ ডিসেম্বর বিকেলে ৫ টার পর উক্ত মার্কেটের সামনে পৌছালে সেখানে চৌগাছা এলাকা থেকে আগত কালো ও টিয়া রংয়ের এপাচি আরটিআর মোটর সাইকেল দেখে থামানোর সংকেত দেয়। মোটর সাইকেল আরোহী ইয়াছিন আরাফাত নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেয়। পরবর্তীতে এসআই সোলায়মান আক্কাস ইয়াছিন আরাফাতের আইডি কার্ড দেখতে চান। এক পর্যায় ইয়াছিন আরাফাত সঠিক জবাব দিতে না পারায় তাকে মুক্তি দেয়া হয়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় পুলিশ সদস্য না হয়েও পুলিশ সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে মামলা রুজু করেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।#