যশোরে পুলিশের হাতে অস্ত্রগুলি এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

0
394

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা ও চাঁচড়া ফাঁড়ি পুলিশ সোমবার ২ এপ্রিল সদর উপজেলার তিনটি স্থানে অভিযান চালিয়ে একটি ওয়ান স্যুটারগান এক রাউন্ড গুলি ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, সদর উপজেলার দৌলত দিহি মাঠপাড়ার মৃত গোলাম তরফদারের ছেলে রেজাউল,শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির সেকেন্দার খাঁর স্ত্রী শাহিদা বেগম ও শহরের সিটি কলেজপাড়া হাসিনার বাড়ির ভাড়াটিয়া মৃত আজগার কাজীর ছেলে শরিফুল কাজী। এ ঘটনায় অস্ত্র আইনে ও মাদক আইনে তিনটি মামলা দায়ের করেছে।
কোতয়ালি মডেল থানার এসআই এইচএম মাহমুদ জানান,সোমবার বেলা সাড়ে ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার দৌলত দিহি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রেজাউলকে গ্রেফতার করে। পরে তার দখল হতে একটি ওয়ান স্যুটারগান এক রাউন্ড গুলি ও ৫শ’ পিস ইয়াবা উদ্ধার দেখায়। অপর দিকে, কোতয়ালি মডেল থানার এসআই হাসানুর রহমান জানান, সোমবার দুপুর সাড়ে ১২ টায় শহরের আরএনরোডস্থ ঢাকা ব্যাংকের সামনে থেকে শরিফুল কাজীকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২০পিস ইয়াবা উদ্ধার দেখায়।এছাড়া,চাঁচড়া ফাঁড়ি পুলিশ একই দিন দুপুর ১২ টার ৫০ মিনিটে শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টিস্থ সেকেন্দার খাঁর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেকেন্দার আলীর স্ত্রী শাহেদা বেগম ও তার দুই ছেলে মানিক ও ইউনুস পালানোর চেষ্টার এক পর্যায় শাহেদাকে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা ৫শ’পিস ইয়াবা উদ্ধার দেখায়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here