যশোরে পুলিশ আইনের ৩৪ কার্য্য বিধিকে পুঁজি করে অবৈধ পথে ঝুঁকেছে!

0
413

এম আর রকি যশোর থেকে : যশোরে পুলিশ রীতিমতো ৩৪ আইন নিয়ে ব্যবসা শুরু করেছে। গ্রামাঞ্চল থেকে আসামী গ্রেফতার করার পর তাদেরকে মাদক দিয়ে চালান দেওয়ার ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের উৎকোচ নিয়ে পৌরসভার মধ্যে জন বিরক্তিকর দেখিয়ে গ্রেফতার পূর্বক পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে চালান দিচ্ছে। এ ধরনের ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিনে কোতয়ালি মডেল থানায় কর্মরত কতিপয় পুলিশ সাদা পোশাকে দায়িতর¡ নামে এ ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। পুলিশ সুপারের নির্দেশকে তারা কৌশল হিসেবে নিয়েছে। যশোর আমলী আদালতে নন এফ আইয়ের মাধ্যমে চালানের সূত্র থেকে এ তথ্য মিলেছে।
নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে,কোতয়ালি মডেল থানায় কথিত তিনটি সিভিল টিম ছাড়াও কয়েক বছরের যাবত কর্মরত বেশ কয়েকজন এসআই ও এএসআইগন তিনজন দু’জনে মিলে আরো কয়েকটি টিম সাদা পোশাকে গোটা কোতয়ালি মডেল থানা এলাকায় বিচারণ করছে। অবৈধ অর্থ উপার্জনের আশায় তারা গ্রামাঞ্চল থেকে বিভিন্ন বয়সের নিরীহ ব্যক্তি ও কখনও মাদক বিক্রেতাদের গ্রেফতার করে থানায় না এনে বিভিন্ন স্থানে রেখে তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের স্বজনদের কাছে গ্রেফতারকৃত ব্যক্তিকে দিয়ে মোবাইল ধরিয়ে বলা হয় নূন্যতম ৫০ হাজার টাকা থেকে ১লাখ টাকা লাগবে। টাকা না আনলে ক্রস ফায়ারসহ বিভিন্ন মামলায় চালান দেওয়ার ভয়ভীতি দেখানো হয়। সুত্রগুলো বলেছে,পুলিশের চাহিদা মোতাবেক গ্রেফতারকৃতদের থানার বাইরে স্থানে টাকা নিয়ে আসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ফলে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এ ধরনের খবর জানতে পারেন না বলে সূত্রগুলো দাবি করেছে। যশোর আমলী আদালতে খোঁজ নিয়ে জানাগেছে,গত এক মাসে কোতয়ালি মডেল থানাসহ জেলার অন্যান্য থানা ও পুলিশের বিভিন্ন ইউনিট থেকে যাদেরকে চালান দেওয়া হয়েছে তাদের অধিকাংশই পুলিশের চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে। সূত্রগুলো বলেছে,যশোরে পুলিশ সুপার মঈনুল হক যোগদানের পর একদিন কোতয়ালি মডেল থানায় রাতে আকম্মিক পরিদর্শন করতে গিয়ে থানা হাজতে আসামী দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আটকের কথা জানতে চাইলে তারা জানান,অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ থাকায় পুলিশ সুপার তাদেরকে পুলিশ আইনের ৩৪ ধারায় চালান দেওয়ার কথা বলেন। পুলিশ সুপারের সেই কথাকে পুঁজি করে কোতয়ালি মডেল থানার সিভিল টিমের মোবাইল-১৫,১৬ ও ১৮ ছাড়া,কতিপয় এসআই,এএসআই পুলিশ আইনের ৩৪ ধারাকে ব্যবসা হিসেবে নিয়েছে। টাকাও উপার্জনের সাথে সাথে আদালতে চালান দেওয়ার সুযোগ থাকায় তারা এর প্রতি বেশী ঝুঁকছে।সর্বশেষ খোঁজ নিয়ে আরো জানাগেছে,শনিবার সদর উপজেলার রুপদিয়া সাড়াপোল গ্রামের তহিদ সরদারের ছেলে মাসুদ রানাকে গ্রেফতার করে কোতয়ালি মডেল থানা পুলিশ। মাসুদ রানাকে ওই এলাকা থেকে গ্রেফতার করার পর তার কাছে মোটা অংকের উৎকোচ দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মাদক দিয়ে চালানের ভয়ভীতি দেখানোর এক পর্যায় জানাজানি হয়ে গেলে উৎকোচ নিয়ে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে চালান দেয়। মাসুদ রানার ন্যায় কোতয়ালি মডেল থানায় বর্তমানে তিনটি সিভিল টিম ও কর্মরত এসআই,এএসআইগনের পুলিশ আইনে ৩৪ কার্য্যবিধি ব্যবসা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে সাংবাদিকরা থানা কর্তার কাছে জানতে চাইলে তিনি এ ধরনের কর্মকান্ড জানেন না বলে সাংবাদিকদের কাছে জানিয়েছেন। যশোরে সচেতন নাগরিক সমাজ পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ খতিয়ে দেখার জন্য পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here