রাজগঞ্জে ফসলী আমন ক্ষেতে আলোক ফাঁদ উৎসব অনুষ্ঠিত

0
335

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস :‘আলোক ফাঁদে পোকার উপস্থিতিকরণ ও পোকা দমনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নে ফসলী আমন ক্ষেতে আলোক ফাঁদ উৎসব অনুষ্ঠিত হয়েছে৷ এ উৎসব চলবে সারা মৌসুম৷ গত সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের সাথে নিয়ে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের মনোহরপুর মাঠে এই আলোক ফাঁদ উৎসব উদযাপন করে৷
এ উৎসবের পরিদর্শন দলে উপস্থিত ছিলেন, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, টিএনটি আব্দুল মাজীদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ সরকার, ভগিরথ চন্দ্র, কবিতা বিশ্বাস, কৃষক নূর মোহাম্মদ, শাহাদৎ হোসেন, কামরুল ইসলাম, আব্দুল মোমিন, আব্দুল গফ্ফার, নির্মল স্বর্ণকার, লাল্টু, মোদাচ্ছের হোসেন, রাশেদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ৷
ফসলি ক্ষেতের পাশে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে তার নিচে একটি পাত্রে ডিটারজেন্ট মিশ্রিত পানি রেখে এই আলোক ফাঁদ তৈরি করা হয়৷ রাতে বাল্বের আলোয় এলাকার পোকা-মাকড় এসে বাল্বের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে থাকা ডিটারজেন্ট মিশ্রিত পানিতে পড়ে মারা যায়৷ মারা যাওয়া পোকা পর্যালোচনা করে এলাকাটি শত্রু ও বন্ধু পোকার উপস্থিতি নিরুপণ করা সম্ভব হয়৷ সেই মোতাবেক ফসলে কীটনাশক প্রয়োগ করা সহজ হয়৷
আলোক ফাঁদ অনুষ্ঠানে উপস্থিত কৃষকেরা জানান, আলোক ফাঁদে পোকার উপস্থিতি নিরুপণ করে ফসলে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করা লাগে না৷ ফলে একদিকে যেমন অর্থ বাঁচে অন্যদিকে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না৷
ঝাঁপা ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা পলাশ সরকার বলেন, একযোগে সারা উপজেলায় শুরু হয়েছে আলোক ফাঁদ অনুষ্ঠান৷ চলবে সারা মৌসুম৷ এতে কৃষক ব্যাপক উপকৃত হবেন বলেও জানান এই কর্মকর্তা৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here